1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছোট দলে বড় কোন্দল নিজ দলে ঐক্য রাখতে ব্যর্থ জাতীয় ঐক্যের আহ্বায়ক ড. কামাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রাইভার আহত, প্রাইভেটকার উদ্ধার!  কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষ, নিহত ১, আহত ২০ নবীনগরে নানা আয়োজনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন ঠাকুরগাঁওয়ে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ! চৌদ্দগ্রামে পোল্ট্রি ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা, ৩ লক্ষাধিক টাকা ছিনতাই চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান রাজশাহীতে মাদক মামলার আসামিকে গলা কেটে হত্যার চেষ্টা মাগুরায় বৃষ্টির পানিতে মাছ মারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু!  শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য-এড.নাহীন আহমেদ মমতাজী

ছোট দলে বড় কোন্দল নিজ দলে ঐক্য রাখতে ব্যর্থ জাতীয় ঐক্যের আহ্বায়ক ড. কামাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ১৫৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজনীতির মাঠ শীতল। সংকুচিত রাজপথ। দলীয় ও জাতীয় ইস্যু নিয়ে মাঠে আছে হাতেগোনা কয়েকটি দল। এ সংখ্যা অর্ধডজনের বেশি নয়। উপরন্তু এসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড এখন ঘরকেন্দ্রিক। আর মাঠের রাজনীতি ঘরে ঢোকার কারণে কোন্দল বাড়ছে দলগুলোর ভেতরে। বড় দলগুলোতে দ্বন্দ্বের ছাপ বোঝা যায় না। ছোট ছোট দলগুলোতে কোন্দলের প্রকোপ বেশি।

রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. নুরুল আমিন বেপারীর ভাষ্য, দেশে রাজনীতি নেই। রাজনৈতিক দলের ভিশন নেই। নেতা আছে, নেতার আদর্শ নেই। তারা কেবলই ক্ষমতার দিকে ছাতা ধরেন। মানুষের কথা নিয়ে কর্মসূচিগুলো বিবৃতিনির্ভর হয়ে পড়েছে। রাজনৈতিক দল চাঙ্গা থাকতে হলে দেশে নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচি থাকতে হয়। দেশে মাঝেমধ্যে নির্বাচন হয়। কিন্তু তাতেও দলগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে না। কারণ সংগঠন দুর্বল। ছোট দলে বড় কোন্দল বিরাজ করছে। দলগুলোতে অরাজনৈতিক ব্যক্তিদের আগমন, দলীয় প্রধানের একক সিদ্ধান্ত, পদ-পদবি পাওয়া, না-পাওয়াসহ ছোটখাটো বিষয়েই অস্থিরতা লেগে আছে বলে বিশ্লেষণ এই বিদ্বজনের।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে রাজনৈতিক দলের সংখ্যা ১২০ বা তারও বেশি। নিবন্ধিত দলগুলো তাদের কার্যক্রমের তথ্য কমিশনকে অবহিত করলেও অনিবন্ধিত দলগুলো সেটা করে না। মাঝেমধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুসরণ করে নিবন্ধিত দলগুলোকে চিঠিপত্র দেয় কমিশন। গড় চিঠি বা আদেশ জারি করে সবার বেলায়। ফলে সঠিক তথ্যও নির্বাচন কমিশনে নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রক্ষমতার কাছাকাছি থাকায় আওয়ামী লীগের নেতৃত্বে গড়া মহাজোট ও ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে যে অস্থিরতা তা খুব একটা দৃশ্যমান নয়। তারা রাজপথে নেই, তবে দু-একটা দল খণ্ডিত হয়েছে। তবে তারাও জোট ছাড়েনি। ১৪ দলীয় জোটের শরিক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর জাসদ খণ্ডিত হয়েছে। একাংশে ইনু-শিরিন, অপরাংশে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করা হয়। আম্বিয়ার জাসদের নাম বাংলাদেশ জাসদ। ভেঙেছে রাশেদ খান মেনন এমপির দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নব গঠিত পার্টির নাম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। এই পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন নুরুল হাসান এবং সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ।

মহাজোটের আরেক শরিক বিকল্প ধারা বাংলাদেশও খণ্ডিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) নেতৃত্বে আছে একাংশ। আরেক অংশ আছে ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বে। বি চৌধুরী আছেন সরকারের শরিক হিসেবে আর নুরুল আমি বেপারী আছেন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে।

এদিকে বিএনপির নেতৃত্বে গড়া ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে চরম দ্বন্দ্ব কোন্দল বিরাজ করছে। দল ভেঙে পাল্টা দল গঠন, এক নেতা আরেক নেতাকে বহিষ্কারসহ ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলার আশ্রয়ও নিতে দেখা গেছে।

২০ দলীয় জোটে শরিক সংখ্যা ২০ হলেও তাদের মধ্যে ১২টি দল ভেঙে গেছে। জোট টিকিয়ে রাখতে বিএনপির পরোক্ষ নির্দেশনায় সময় নিয়ে আবার রাতারাতি একই নামে গঠন করা হয়েছে সংগঠন। আবার কোনো দল জোটের প্রধান দলের প্রতি শর্তজুড়ে দিয়ে হাত গুটিয়ে বসে আছে।

বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কিছু নেতা বেরিয়ে গেছেন। ‘জন-আকাঙ্ক্ষা’ নামের সংগঠন করে তারা জেলা সফর করছেন। দলের ভেতরেই সংস্কারপন্থি নামে একটি অংশ আছে, তারাও নতুন হিসাব-নিকাশ করছেন। এ নিয়ে জামায়াতে ইসলামীর মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। সংকট মোকাবেলায় তারা আপাতত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ধীরগতিতে।

খণ্ডিত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পার্টির প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) অলি আহমদকে ছেড়ে চলে গেছেন অর্ধশতাধিক নেতা। একই নামে সংগঠন ও কমিটি গঠন করেছেন তারা। এই অংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম। আসল-নকল এলডিপি নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক চলমান।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুর পর সংগঠনটি খণ্ডিত হয়েছে। একাংশের সভাপতি শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান। অপর অংশের সভাপতি হলেন দলটির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। তবে দুই অংশই জোটের সঙ্গে আছে।

জমিয়তে ওলামায়ে ইসলাম খণ্ডিত হয়েছে অনেক আগেই। এর একপাশে অ্যাডভোকেট আবদুল মবিন অপর পাশে মুফতি ওয়াক্কাস। পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি কেউই।

ডেমোক্রেটিক লীগ (ডিএল) প্রতিষ্ঠাতা অলি আহাদ। দলটির শক্ত কোনো কান্ডারি নেই। দলটি পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ মনি। অলি আহাদ-কন্যা ব্যারিস্টার রুমিন ফারহান এখন বিএনপির কূটনীতিক কোরের সদস্য এবং দল মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য।

বাংলাদেশ লেবার পার্টি খণ্ড-বিখণ্ড হয়ে দুই অংশের চেয়ারম্যান একে-অপরের বিরুদ্ধে আদর্শহীন এবং নৈতিক চরিত্র স্খলনের অভিযোগ করেছেন।

সর্বশেষ জাতীয় ঐক্য গঠনের জন্য রাজপথে থাকা ড. কামাল হোসেন নিজ দলের ঐক্য নিয়ে মহাসংকটে পড়েছেন। গণফোরামের পাল্টাপাল্টি কমিটি বহিষ্কারের প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ড. কামাল। গতকাল বুধবার সংগঠনের প্যাডে তার স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন।

২০১৯ সালের এপ্রিলে ড. কামাল হোসেনকে সভাপতি ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল যা ১০ মাস পর ভেঙে দেওয়া হলো।

এ প্রসঙ্গে ড. কামাল হোসেন বিজ্ঞপ্তিতে বলেন, সংগঠনের স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল হয়। ওই বিশেষ কাউন্সিলের ক্ষমতাবলে গণফোরামের সভাপতি হিসেবে আমি ৫ মে ২০১৯ ঘোষিত কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম