1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, নিশ্চুপ বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, নিশ্চুপ বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৬২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে। চলবে পুরো এক বছরেরও বেশি সময় ধরে। এ নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার বড় ধরনের কর্মসূচি নিলেও করোনা ভাইরাসের হুমকির মুখে তা সীমিত করা হয়েছে। বড় ধরনের সভা-সমাবেশ না করে ঘরোয়াভাবে ও মিডিয়ার মাধ্যমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে এসব বিষয়কে সাদরে গ্রহণ করছে না দেশের বৃহত্তম বিরোধীদল বিএনপি। এ ব্যাপারে তারা বলতে গেলে নিশ্চুপ।

এ প্রসঙ্গে সম্প্রতি দলটির মহাসচিব জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো দিবস সফল হবে না। কথা এতটুকুই।

এ বিষয়ে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কিছু বলতে রাজি হননি। কেউ কেউ দাবি করেছেন, বঙ্গবন্ধুর কাছের মানুষ হলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন এ নিয়ে কথা বলতে পারছেন না তারা।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আমরা কেউ এ বিষয়ে কিছু বলতে পারবো না।

স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ বিষয়টি নিয়ে অনেক সাংবাদিক আমাকে ফোন করেছেন। সাক্ষাতে প্রশ্ন করেছেন, কিন্তু আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, সে জন্য দুঃখিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু অনেক বড় মাপের নেতা ছিলেন। কিন্তু তাকে নিয়ে কিছু বলতে পারছি না। আপনার সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে, দয়া করে সেটাও প্রকাশ করবেন না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বছরগুলোতে বঙ্গবন্ধুর জন্মদিনে কোনো কর্মসূচি নেয়নি বিএনপি। এবারের জন্মশতবার্ষিকীতেও তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা বাণী থাকবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিগত দিনে বঙ্গবন্ধুর জন্মদিনে বিএনপি কোনো কর্মসূচি পালন করেছে কি না, এমন তথ্য আমার কাছে নেই। তার জন্মশতবার্ষিকীতেও কোনো কর্মসূচি পালন করবে বলে আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net