আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা ঃ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে শ্রীনগরে র্যাব ফোর্সেস এর উদ্যোগে বিনা মূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বুধবার দিনব্যাপী উপজেলার ভাগ্যকুল ওয়াপদা র্যাব ক্যাম্পে এ বিনা মূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়। শান্তির চেষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ র্যাব-১১, সিপিসি-১,ক্যাম্প কমান্ডার মোঃ এনায়েত হোসেন মান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বাপাউবো প্রশিক্ষণ ইষ্টিটিউটের ডেপুটি ডাইরেক্টর মোতাহার হোসেন হাওলাদার, সমাজ সেবক ও শিক্ষনুরাগী তানভীর ইসলাম খান, ভাগ্যকুল হিরাপান্না হাসপাতালের ডাঃ জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সাজেদুল ইসলাম, ফ্যাসন আই হাাসপাতালের সিনিয়র সুপার ভাইজার মোঃ ফরিদ উদ্দিন,বিশিষ্ট ব্যাবসায়ী সামছুল আলম ও রিপনসহ শান্তির চেষ্টা সংগঠনের সহ সভাপতি সাজ্জাদ হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।