 
																
								
                                    
									
                                 
														
							 
                    বদরুল হক:
চট্রগ্রাম আনোয়ারায় বিলপুর গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর মালিক শামশুল আলমকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাটি জব্দ করা হয়েছে। 
বুধবার (২৯শে এপ্রিল ) রাতে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভেকুর মালিক শামসুল আলমকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধান অনুসারে নাল জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।সঙ্গে মাটি কাটার ভেকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।