এফ এ নয়ন:
গাজীপুর টংগীতে আইনশৃঙ্খলা বাহিনীর গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। টঙ্গী পশ্চিম থানার সামনে শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা এবং পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. এমদাদুল হক। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক বলেন আমরা খুব অসহায় ও হত-দরিদ্রের মাঝে এই ত্রান বিতরণ করেছি। এবং আগামী দিনে আরো একশত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। সারাদেশে যখন লকডাউন চলছে তখন পুলিশের এই ধরনের ভূমিকা সত্যিই প্রশংসনীয় ।