1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে সেই কৃষকের ধান মাড়াই করে দিলেন কলেজ ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৫ মে ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

টংগীতে সেই কৃষকের ধান মাড়াই করে দিলেন কলেজ ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৩৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টংগীতে সেই কৃষকের ধান কেটে মাড়াই করে বস্তায় করে ঘরে তুলে দিলেন টংগী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু। এই নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠে গেছে। জানাযায়, গতকাল বুধবার ভোর থেকে টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর উদ্যোগে টংগীর ৫০নং ওয়ার্ডের চানকিরটেক বিলে কৃষকের ৩ বিঘা জমির পাকাধান কেটে দেয়। পরদিন আজ সকাল থেকে কলেজ শাখার নেতাকর্মীদের নিয়ে কৃষক আনোয়ারের কাটাধান বাড়িতে এনে মাড়াইয়ের পর বস্তায় ভরে তার ঘরে পৌঁছে দেয়। এই নিয়ে স্থানীয়রা যোগাযোগ মাধ্যমসহ পুরো টংগীতে কাজী মঞ্জুর এমন কার্যক্রমকে সাধুবাদ জানানোর খবর পাওয়া যাচ্ছে। কৃষক আনোয়ার হোসেন জানান, আমি প্রথমে ভেবেছিলাম ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানকেটে চলে যাবে। আমার লোকজন নাই কিভাবে এই ধান মাড়াই করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি কাজী মঞ্জুর ২০/২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আমার ধান মাড়াই করছে। এই খবর শুনে স্থানীয়রাও বিষয়টি দেখতে ছুটে আসে। আমি ছাত্রলীগের এমন মহত কাজের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। টংগী ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, আমরা গতকাল ধানকাটার পর এলাকায় লোক মারফত জানতে পারি কৃষকের ধান মাড়াই করার কোন লোকজন নাই। কাটা ধান গুলো বাড়িতেই নষ্ট হতে পারে। পরে আমি রাতেই আমার নেতাকর্মীদের আজ ভোরে কৃষকের বাড়িতে আসতে বলি এবং ভোর থেকেই সমস্ত কাটা ধান মাড়াই করে বস্তায় ভরে কৃষকের ঘরে পৌঁছে দেই। আজকে আমরা একই বিলে অসহায় বর্গাচাষি ফিরোজের আরো দুই বিঘা জমির ধান খাটা শুরু করেছি। তার ধান ও কাটার পর মাড়াই করে ঘরে তুলে দিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net