মাহবুবুর রহমান : নোয়াখালী সদর উপজেলার একদল তরুণদের উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড ১৯) কারণে বিপর্যস্ত ৫’শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ওই তরুণরা জানান, তারা মানবিকতার কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করে।একই সামর্থনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এই ত্রাণ বিতরণের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,মো. রিয়াজ,গাজি নাহিদুল হাসান,মো. রিপন, রিয়াজ রিপন, সালা উদ্দিন, মো. মাওলানা, মুন্না প্রমূখ।