 
																
								
                                    
									
                                 
														
							 
                    মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির।
রবিবার বিকালে বিশেষদলটি উপজেলা প্রশাসনের নেয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রম রাস্তায় জীবানুনাশক ছিটানো, সকলকে মাস্ক পরিধান ও ঘন ঘন হাত ধোঁয়ার ব্যাপারে প্রচারনা চালান।
পরিদর্শন চলাকালীন সরকারের আদেশ অমান্য করে নির্ধারীত সময় পরেও ব্যবসা পরিচালনার দায়ে বিশেষ টিমটি ১৫টি দোকানকে বিভিন্ন অংকের জরিমানা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, লেফটেন্যান্ট সাদ ও রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।