1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ ক্ষোভে উত্তাল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির লাশ অপসারণের দাবীতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক- মির্জা ফখরুল এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল

সোনারগাঁ ক্ষোভে উত্তাল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির লাশ অপসারণের দাবীতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২৯৭ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে চরম ক্ষোভ দেখা দেয় সোনারগাঁজুড়ে। ঘেরাও করা হয় উপজেলা নির্বাহীকর্মকর্তার কার্যালয় ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের কবর। চলে জুতা ও জাড়ু মিছিল।

এসময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করায় চরংম বিক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এলাকাবাসী।

মিছিলকারিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ রাতের আঁধারে সোনারগাঁয়ের মাটিতে দাফন করে আমাদের কলঙ্কিত করা হয়েছে। এ কলঙ্ক মোচনের জন্য এ লাশ কবর থেকে উত্তোলন করে সোনারগাঁকে কঙ্ক মুক্ত করা হোক। বরিশালের পাপ বরিশালে পাঠানো হোক। অন্যথায় স্বাধীনতার স্বপক্ষের সোনারগাঁয়ের বিপ্লবী জনতা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন খুনি মাজেদের লাশ এখান থেকে উত্তোলন করে অন্যত্র দাফনের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ারমাসুদুর রহমান মাসুম বলেন, কাউকে না জানিয়ে রাতেরআঁধারে এ খুনিকে সোনারগাঁয়ে দাফন করায় আমাদের জন্য লজ্জাজনক ও ন্যাক্কার জনক। এ লাশ উত্তোলন করার জন্য প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের শান্ত করেন।

তার আগে, সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপ- স্বাস্থ্য কমপ্লেক্সে পাশে তার শশুর হাজী শামসুদ্দিন সরকারের পারিবারিক কবরস্থানে মাজেদের স্ত্রী ডা. সালেহা বেগম, চাচা শশুর আলী আক্কাস ও শ্যালক শহিদুজ্জামানসহ পরিবারের নিকট আত্মীয়-স্বজনরা প্রশাসনের সহযোগিতায় ভোরে গোপনীয়তা মধ্য দিয়ে দাফন করা হয়।

তারও আগে মাজেদের লাশ তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় দাফন করা হবে। এই খবরে সোনারগাঁ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গসংগঠনের নেতারা রাত জেগে সোনারগাঁয়ের বিভিন্ন কবরস্থান পাহাড়া দিয়েছিলেন বলে জানাযায়। তারা জানান, খুনি মাজেদের শ্বশুড়বাড়ি সোনারগাঁয়ের কোথায় তা না জানায় বিক্ষিপ্তভাবে পুরো সোনারগাঁয়ের কবর স্থান নজরদারিতে রাখা হয়েছিল।

এ ঘটনায় করোনা ভাইরাসে ঘরবন্দী সব শ্রেণীর মানুষের ফেসবুক স্ট্যাটাসে ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net