1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা শিখছি পরিমিত জীবনচলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন কে পূর্ণ সদস্যপদে সমর্থন ব্রাজিল ফুটবল দলের কোপা আমেরিকায় ২৩ সদস্যের ফুটবলারের নাম ঘোষণা কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবে না- ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে বলেন– জেলা প্রশাসক মাহবুবুর রহমান জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়া জন্য ফিলিস্তিনের প্রস্তাবে আবারও ভোট শুরু  হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ে ইটভাটার ধোঁয়ায় ঝলসে গেছে ৬০ একর বোরো ধান ক্ষেত কুবির দেয়ালে দেয়ালে ঝুলছে উপাচার্যের হামলার  এ বছর ২৮৩ যাত্রী নিয়ে হজের উদ্দ্যেশে  প্রথম ফ্লাইট সৌদিতে চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা! ভিসির কুশপুত্তলিকা: বুকে লিখা সন্ত্রাসী ভিসি

আমরা শিখছি পরিমিত জীবনচলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ১৪২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাস মোকাবিলা আজ বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে এর কারণে আমরা অনেক কিছু শিখছি, যা সত্যিই ইতিবাচক। যেমন- পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা, প্রার্থনায় মনোযোগী হওয়া, স্বাস্থ্য সচেতন হওয়া, সতর্ক থাকা ইত্যাদি। বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যা ক্রমাগত বেড়েই চলেছে। বিশ্বে এর সংক্রমণে মিনিটে চারজনের মৃত্যু হচ্ছে। বাদ যায়নি সমুদ্রের রণতরীও। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। আমরা জানি বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুর হার প্রতি হাজারে বছরে ৫.৫ জন। ১৬ কোটি মানুষের এ দেশে বছরে মৃত্যু ৮ লাখ ৮০ হাজার, যা দৈনিক হিসাবে প্রায় ২ হাজার ৪১০ জন হয়। নানাবিধ রোগব্যাধি, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ স্বাভাবিকভাবেই তারা মারা যান। তবে অদৃশ্য করোনার কারণে অস্বাভাবিক মৃত্যুর দুশ্চিন্তা পুরো বিশ্বে আজ দৃশ্যমান।

বিশেষ এ ভাইরাসে পৃথিবীর প্রায় সব মানুষই আক্রান্ত, কেউ শারীরিকভাবে আর কেউ মানসিকভাবে। কোনো দেশে লকডাউন, কোথাও শাটডাউন আর আমাদের দেশে চলছে ‘করোনা ভ্যাকেশন’। অস্থির-কোলাহলময় পৃথিবী এখন অভূতপূর্ব নীরব-নিথর-শান্ত। চারদিকে কবরস্থানের নীরবতা। প্রকৃতি তার আপন মহিমায় জেগে ওঠার সুযোগ পেয়েছে। সাগর-নদী-পাহাড়-বন-বনানি তাদের সৌন্দর্য মেলে ধরা শুরু করছে। বায়ুদূষণ সহনীয় মাত্রায়, সাগরের নীল জলে মনের আনন্দে খেলা দেখাচ্ছে ডলফিন, দলধরে পেঙ্গুইনরা ঘুরছে, বনের হরিণ কোথাও জনমানবশূন্য রাস্তায় নেমে আসছে। এককথায়, পৃথিবীর দখল যেন ওদের হাতে। স্রষ্টার এ এক অপরূপ খেলা। পৃথিবীর প্রতিটি জীবই একে অন্যের ওপর নির্ভরশীল। আমরা মানুষরাও কিন্তু ভাইরাস-ব্যাকটেরিয়া নিয়েই বেঁচে থাকি। আমরা খালি চোখে তাদের দেখি না। কিন্তু ওরা আমাদের চারদিকে ভেসে বেড়ায়, খেলা করে, এমনকি ওদের অনেকে আমাদের শরীরের মধ্যেই সুখে-শান্তিতে বসবাস করে। করোনা আমাদের শরীরে বাসা বাঁধতে চেষ্টা চালাচ্ছে। অনেকটা আগ্রাসীভাবে। মানুষের শরীরে ঘর বানাতে গেলে শরীর বাধা দেবে, এটাই তো স্বাভাবিক। যাদের শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী তাদের সঙ্গে পারছে না। রণে ভঙ্গ দিচ্ছে অথবা আপস করছে। কিন্তু নানা কারণে যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের নির্মম-নিষ্ঠুরভাবে ক্ষতবিক্ষত করছে। অনেকে মৃত্যুবরণ করছে। মশা-মাছি, ইঁদুর, কুকুর-বিড়াল নয় মানুষই বহন করছে মানুষের ঘাতক করোনাকে। মানুষকেই সে তার সাম্রাজ্য বিস্তারের ‘এজেন্ট’ বানিয়েছে। মানব জাতির ভাগ্যের এ এক নির্মম পরিহাস। কিন্তু কেন এমন হলো? এটা কি মানুষের কোনো ভুলের পরিণাম?

করোনা ভাইরাস কাউকে করেছে সচেতন ও নিয়মানুবর্তী, কেউ বা আবার বিষণœ ও হতাশ। মদের কারখানা বন্ধ। বার, পাব, নাট্যশালা খোলা নেই। ফাইভ স্টার হোটেল খাঁ খাঁ করছে। বেড়েছে প্রার্থনাকারীর সংখ্যা। প্রতিটি ঘর ছোট ছোট প্রার্থনালয়ে পরিণত হয়েছে। নামাজের দোয়া-কালাম মুখস্থ করার প্রতিযোগিতা চলছে। ঘরে বসে অনেকেই পবিত্র কুরআন-হাদিস পড়ছেন। বইয়ের ওপর জমা দীর্ঘদিনের ধুলো দূর হচ্ছে। মানুষ এখন অনেক বিনয়ী, মানবিক এবং মমতাময়ী। তওবার চর্চা বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজের অতীত পাপের জন্য সৃষ্টিকর্তার কাছে মাফ চাচ্ছে। তওবা করছে। শারীরিক দূরত্ব বজায় রেখেও মনের কাছে যাওয়া যায়। মমতা-ভালোবাসা মনের মধ্যে থাকলে মন দিয়ে মন ছোঁয়া যায়; করোনা ভাইরাস এই অনুশীলনে মানুষকে বাধ্য করেছে। বড় বড় মার্কেট, মেগা মল বন্ধ। তবুও চলছে জীবন। আমরা শিখছি পরিমিত জীবনচলা। ব্যস্ত পৃথিবীর আজ বিশ্রাম চলছে। জীবন ও পৃথিবীর প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলি। অপ্রয়োজনীয় ব্যক্তিগত স্পর্শ এড়িয়ে চলি। সামাজিক দূরত্ব বজায় রাখি। অসহায় মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করি। প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশের অধিকার ঠিক রেখে আমাদের কল্যাণে কাজে লাগাই। তবেই মানবিক পৃথিবী হবে গতিশীল।

লেখক : বিশেষ প্রতিবেদক, শ্যামল বাংলা.নেট

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম