শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গহিরা বড়ুয়া পাড়া এলাকায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বিকালে রাউজানের স্থানীয় এমপির এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রাণ তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি জানান, রাউজানের অভিবাবক এমপি ফজলে করিম চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে মানবতার কল্যাণে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। কর্মহীন,গরীব ও মধ্যবিত্তদের জন্য গঠন করা হয়, ফারাজ করিম চৌধুরী ত্রাণ তহবিল।এই তহবিল থেকে ইতোমধ্যে ৪০ হাজার মানুষ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।এছাড়া ফারাজ করিম চৌধুরী চট্টগ্রামে অবস্থিত সরকারী বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্সও স্বাস্থ্য কর্মীদের জন্য রমজানের সেহেরী পৌঁছে দিচ্ছে হাসপাতালে হাসপাতালে।প্রতিদিন প্রায় দুই হাজার ডাক্তার ও স্বাস্থ্য কর্মী এই সেবা পাচ্ছেন। এই সেবা দেয়ার জন্য ১০জন বাবুর্চি ও ৩০জন স্বেচ্ছাসেবক রয়েছে।এতে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, যুবলীগ নেতা সাবের হোসেন, নাছির উদ্দিন।