1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হুসাইন আইসিইউতে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আইসিইউতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২২৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
চিকিৎসাধীন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের শারীরিক অবস্থা উন্নত হয়নি। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটার সাপোর্টে আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন হাসপাতালটির যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফতা আনোয়ার। তিনি জানান, জ্বর নিয়ে ভর্তি হন। তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ। করোনা নয়। করোনা নেগেটিভ এসেছে।১৩ই এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এখনো জ্ঞান ফেরেনি।

গত সোমবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে ৭৩ বছর বয়সী সা’দত হুসাইনকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করান।
তিনি আগের থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ১১ নম্বর বিছানায় আছেন। তিনি আইসিইউ ইনচার্জ ডা. ওমর ফারুকের অধীনে চিকিৎসাধীন। তার ডায়ালাইসিস চলছে। ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে। অবসর জীবনে তিনি লেখালেখি করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net