1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও‌য়ে কর্মহীন অসহায়দের দোড়গোড়ায় ত্রাণ পৌ‌ঁছে যা‌চ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁও‌য়ে কর্মহীন অসহায়দের দোড়গোড়ায় ত্রাণ পৌ‌ঁছে যা‌চ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২২৩ বার

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও ।। বৈশ্বিক মহামারী আকারে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুভার্ব প্রতিরোধে ঠাকুরগাঁও জেলা প্রশাসন থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।জনসচেতনা, বাজারদর হিস্তিশীল রাখা ও সরকারি নানা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন একযোগে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে । এছাড়া আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদান, হোম কোয়ারেন্টিন ও বিদেশ ফেরত প্রবাসী এবং নারায়গঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের খোঁজ খবর এবং তাদের কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। অনুবীক্ষনিক পরজীবী এই ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রংপুর বিভাগের প্রশাসনিক জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা প্রতিরোধে রাজনৈতিক ব্যক্তি, সুধী সমাজ,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করা হয় ।

গৃহীত কর্ম-পরিকল্পনা সম্পর্কে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, করোনা ভাইরাস যেন সংক্রমিত না হয় সে জন্য জনসচেতনা, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ এবং দ্রব্যমুল্যের বাজারদর সাধারণ মানুষের নাগালে রাখতে ১৪টি মোবাইল টিম ও ৫টি মনিটরিং টিম সেই লক্ষ্যে কাজ করছে । আমরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ব্যক্তি ও সেনাবাহিনী সকলে মিলে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি । এ ছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে উম্মুক্ত এবং স্কুল মাঠে বাজার বসানো হয়েছে । করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের একদল চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের সমন্বয়ে কুইক রেসপন্স টিমকেও সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে ।

জেলা প্রশাসক বলেন – গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলা‌কে কে লকডাউন ঘোষণা সহ সকল প্রবেশ দ্বার বন্ধ করা হয়। তিনি আরও বলেন একজন মানুষও কষ্টে থাকবে না । ত্রাণ পাওয়া যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে । কর্মহীন অসহায় সকল মানুষের দোড় গোড়ায় ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে । প্রত্যেক নাগরিক অন্তত: সরকারের একটি সুবিধা পায় তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট ।

এদিকে সরকারের আইএমইডি সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ’র নেতৃত্বে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় করোনা নিয়ন্ত্রণ ও ত্রাণ বিতরণের কাজ চলছে। এ পর্যন্ত জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গরীব মানুষের মধ্যে এ পর্যন্ত ১০ লাখ ৯০ হাজার ৫৫৬ মে:টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে ৫১লাখ ১৪হাজার টাকা। মোট ১ লাখ ১৮হাজার ৯৭০টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে । জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখন পর্যন্ত জেলার মোট ৬শ ৭জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল ও দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১৫ জন করোনায় রোগী সনাক্ত হয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ পর্যন্ত ১ হাজার ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারিনন্টাইনে আছেন ১৩৭ জন। আইসোলেশনে আছেন ১১ জন। তবে এখন পর্যন্ত এই জেলায় কোন রোগী মারা যায়নি বলে জানান জেলা প্রশাসক । জেলা প্রশাসক ড. সেলিম করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জেলাবাসীকে ঘরে থাকা এবং সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি বলেন ঘাতক ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে এই মুহুুর্ত্বে ঘরে থাকার বিকল্প নেই ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net