1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় টিসিবি পয়েন্টে মানুষের ঢল, করোনাভীতি বাড়ছে এলাকায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে ১ বছরে ভোটার বেড়েছে ১৬,৬৬৫ জন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক

শরণখোলায় টিসিবি পয়েন্টে মানুষের ঢল, করোনাভীতি বাড়ছে এলাকায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ২৮৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় টিসিবির পণ্য বিতরণে করোনাভীতি দেখা দিয়েছে। উপজেলার টিসিবি পয়েন্টগুলোতে প্রতিদিন সকাল থেকেই শত শত নারী-পুরুষের নামে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব মেনে চলার সরকারি সির্দেশনা থাকলেও এসব ক্ষেত্রে তার মানা হচ্ছে না বিন্দুমাত্র। যার ফলে, এলাকার মানুষের মাঝে করোনা আতঙ্ক আরো ঘনিভূত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টিসিবির মাল বিক্রয় পয়েন্টে গিয়ে দেখা যায়, উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথায় টিসিবির ডিলার স্বপন নাগের দোকানের সামনে শত শত নারী-পুরুষের দীর্ঘ লাইন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম না মেনে সবাই গাদাগাদি করে মাল ছাড়াচ্ছে। ডিলারের পক্ষ থেকে ক্রেতাদের এব্যাপারে কোনো প্রকার সচেতন করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিকে টিসিবি পয়েন্টে পাওয়া যায়নি।
টিসিবি পয়েন্টের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মো. আবুল হোসেন বলেন, টিসিবির ডিলার কোনো নিয়ম মানছে না। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের হাট বসিয়ে মালামাল বিক্রি করছেন। এতে আশপাশের মানুষ করোনা আতঙ্কের মধ্যে রয়েছে। সব টিসিবির ডিলারদের সামাজিক দুরত্ব বজায় রেখে মাল বিতরণ করা উচিৎ।
এব্যাপারে শরণখোলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি বলেন, আমার বাসার পাশে এই টিসিবি পয়েন্টে প্রতিদিন মানুষের ভীড় দেখে আমার শঙ্কিত। দেশে করোনার যে পিরিস্থিতে তাতে সবাই সচেতন না হলে বিপদ। ডিলারকে লোকসমাগম কমাতে শতর্ক করা হলেও অবস্থার পরিবর্তন নেই। এব্যাপারে প্রশাসনের আরেকটু কঠোর হওয়ার অনুরোধ করছি।
টিসিবির পণ্য বিতরণে তদারকির দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারী) মো. আশরাফুল ইসলাম জানান, তিনি সকাল ৭টায় মাল বিতরণ শুরু করে চলে যান। তখন শৃঙ্খলা মেনে বিতরণের অনুরোধ করা হয়েছে ডিলারকে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, নিয়ম মেনে মাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ডিলারদের বলা হয়েছে। বিষয়টি আরো কঠোর তদারকির ব্যবস্থা করা হবে।
ডিলার স্বপন কুমার নাগ বলেন, করোনার কারণে বাজারের দোকানপাট বন্ধ থাকায় মানুষ এক সাথে উপস্থিত হয়। মানুষকে সতর্ক করা হলেও তারা মানতে চায়না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net