মাহমুদুল হাসান শাহীন (কবিরহাট উপজেলা)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রার্দুভাবে পুরো পৃথিবী যখন মৃত্যু পুরীতে রূপান্তর হচ্ছে ঠিক তখনই বাংলাদেশের মানুষের অসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর মিছিলে সমান পায়ে এগিয়ে যাচ্ছে মানুষ। করোনা ভাইরাস মোকাবেলায় যখন নোয়াখালীকে লকডাউন ঘোষণা করা হয় ঠিক তখনি লকডাউনের বিপরীত প্রতিক্রিয়া সাধারাণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতাই দেখা যায় মানুষ একটু ভয় পাই কিন্তু তারা নিজেরা সচেতন হচ্ছে না।তাদের মনোভাব মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে করোনা ভাইরাস থাকে এবং তারা চলে গেলে করোনাটাও চলে যাই। যখন সচেতনতার জন্য সবাইকে বাড়িতে থাকার আহ্বান করা হয়েছে ঠিক তখনি উল্টোচিত্র আমাদের দেশে। কবিরহাট উপজেলার ভূঞাঁহাট বাজারে ঘুরে আজকে দেখা গেলো যে করোনার ভয় মানুষের মধ্যে বিন্দুমাত্রও নেই। সকাল ৬.০০ টা থেকে ব্যস্থ হয়ে যাচ্ছে নিজেদের মতো। বাজারটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতা দেখা যায়। কিন্তু তারা একটু সরে যেতেই বাজার আবার পুনরায় জমজমাট হয় উঠছে। কিন্তু একবারো তাদের মধ্যে ভয় বা করোনা সচেতনতা দেখা যাই নাই। নিজেদের মতোই ব্যস্থ।বাজার গিয়ে অহেতুক দোকানে বিড় করছে মহিলারা। যেইখানে বিশ্ব স্বাস্থ্য-সংস্থা বলছে পৃথিবীতে করোনা ভয়াবহ রূপ নিয়েছে সেইখানে এলাকার মানুষ ব্যস্থ নিজেদের কাজে।প্রশাসনের প্রতি অকুল নিবেদন এই বাজারগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ করা এবং জনসাধারণকে প্রতি অকুল নিবেদন নিজ নিজ সচেতন হোন। নিজে সুস্থ থাকুন এবং পরিবার পরিজনকে সুস্থ রাখুন।