1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ পর্যন্ত খুলবে না পটিয়ার মার্কেটগুলো - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

ঈদ পর্যন্ত খুলবে না পটিয়ার মার্কেটগুলো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ১৬৩ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি  চিন্তা করে  চট্টগ্রামের পটিয়ার দোকান মালিক ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দরা ঈদের আগে দোকান না খোলারই সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার বিকেলে পটিয়া সকল মার্কেটের সভাপতি ও দোকানিদের সাথে বৈঠক শেষে নানা আলোচনার পর ঐকমতের ভিত্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পটিয়া দোকান মালিক সমিতি।

পটিয়া থানার বাসিন্দা ছাড়াও কর্ণফুলী,বোয়ালখালী, চন্দনাইশ দোহাজারীর বাসিন্দাদের ঈদ কেনাকাটায় ক্রেতাদের বড় একটি অংশ পটিয়ার শপিং সেন্টার ও বিপণি বিতানগুলোতে হয়ে তাকে। এ কারনে ঈদুল ফিতর পর্যন্ত পটিয়ার সকল মার্কেট, শপিং মল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ।

শনিবার বিকেলে পটিয়া দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ ইউছুফ বলেন, করোনায় আক্রান্ত দিন দিন বাড়ছে। দোকান খোলার বিষয়ে যে বিধিনিষেধ দেয়া হয়েছে সব বিবেচনা করে দেখেছি। এ বিধিনিষেধ মেনে আমাদের ব্যবসা পরিচালনার করা সম্ভব নয়।

এতদিন ব্যবসায়ীরা দোকানপাট খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও চট্টগ্রামে প্রতিদিন করোনার সংক্রমণ বেড়ে যাওয়া, মার্কেট খোলার বিষয়ে পুলিশ কমিশনার প্রদত্ত ‘কঠোর’ নির্দেশনাবলী শতভাগ বাস্তবায়ন অসম্ভব হওয়াসহ নানা কারণে ব্যবসায়ীরা এই দাবি থেকে সরে এসেছেন। তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা প্রশাসন। এ ছাড়া দেরিতে হলেও ব্যবসায়ীদের বোধোদয় হওয়ায় সাধারণ মানুষও তাদের সাধুবাদ জানিয়েছেন।

পটিয়ায় সকল শপিং মল ও মার্কেট বন্ধ রাখার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। তিনি বলেন, ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণি বিতান ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

বর্তমানে পটিয়ায় করোনায় সংক্রমণ এড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী বলেও  মনে করেন করেন ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net