রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেগমগন্জ উপজেলার কৃতি সন্তান ও বেগমগন্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা। সুপার সাইক্লোন আম্পান ঘূর্নিঝড়ে আঘাত হানার পরবর্তী সময়ে সাথে সাথে ছুটে গেছেন বেগমগন্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের। গ্রামে গ্রামে গুরে মানুষের খোঁজ খবর নিতে তিনি দেরি করেনী, সময়ের সাথে মাঠে ঘাটে গ্রামের মেঠো পথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন ওমর ফারুক বাদশা। কোরোনা মহামারীতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার নজির স্থাপন করার পর আজ নতুন করে আরও একদাপ এগিয়ে গেলেন ওমর ফারুক বাদশা। বেগমগন্জ উপজেলার মানুষ ভাবতে ও পারেনি রাতের অন্ধকার কেটে আলোর ঝলকানীতে প্রথম প্রভাতে এভাবে কেউ তাদের দেখার জন্য হাজির হবে। আশায় মানুষ কে বাঁচিয়ে রাখে, আর ওমর ফারুক বাদশা মত মানুষ গুলো যখন কোন দূর্যোগে রাত পোয়ালে মানুষের বাড়িতে হাজির হবে তখন যে কোন দূর্যোগে মানুষ বাঁচার স্বপ্ন দেখবে। বেগমগন্জ উপজেলার অসহায় মানুষের প্রিয় ব্যাক্তির নাম ওমর ফারুক বাদশা।