1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মৃত গামের্ন্টস কর্মী মৌসুমীর লাশ তিস্তা নদীতে ভাসিয়ে দিয়েছে রংপুর মেডিকেলের দালাল চক্র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মৃত গামের্ন্টস কর্মী মৌসুমীর লাশ তিস্তা নদীতে ভাসিয়ে দিয়েছে রংপুর মেডিকেলের দালাল চক্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১৩৮ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
আজ সোমবার ২৫ মে দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাগডোরায় তিস্তা নদীতে ভেসে আসা তরুনীর লাশের পরিচয় মিলেছে। তার নাম মৌসুমী (২২)। সে একজন গামের্ন্টস কর্মী। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উফামারা গুচ্ছ গ্রামের দিনমজুর গোলাম মোস্তাফার মেয়ে। রবিবার রাতে এই গামের্ন্টস কর্মীর লাশ তিস্তা নদীতে ভেসে উঠে।
থানা পুলিশ ও স্বজনরা জানায়, ২দিন আগে গামের্ন্টস কর্মী মৌসুমী ঢাকায় সর্দি, জ্বর ও গলা ব্যাথা দেখা দেয়। এ অবস্থায় তাকে স্বজনেরা ট্রাকের কেবিনের ভিতরে শুয়ে ঢাকা হতে লালমনিরহাট জেলার পাটগ্রামে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু ২৩ মে ভোরে পথিমধ্যে গামের্ন্টস কর্মী মৌসুমী মারা যায়। ওইদিন সকালে রংপুরের সাতমাথা সংলগ্ন এলাকায় তাজহাট মোড়ে তাজহাট থানার পুলিশ ট্রাক তল্লাশির সময় তরুনীর মৃত দেহের সন্ধান পায়। ফলে তারা মেয়েটির লাশ পোষ্টমডেম করে একই দিন মেয়ের বাবাকে রাতে লাশ বুঝিয়ে দেয়। এদিকে এই গামের্ন্টস কর্মীর মৃত্যুর খবর পাটগ্রামের উফামারা গুচ্ছ গ্রামে পৌচ্ছে যায়। গুচ্ছ গ্রামের একটি প্রভাবশালী মহল ছড়িয়ে দেয় মৌসুমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তার লাশ পাটগ্রামের গুচ্ছ গ্রামে দাফন করা যাবেনা। এই বলে মেয়েটির পিতাকে মোবাইল ফোনে জানিয়ে দেয়। সেই সাথে ভয়ভীতি ও হুমকী দেয়। তাই মেয়ের বাবা মেয়ের লাশ রংপুর হতে আনতে ভয় পায়। বাবা মেয়ের লাশ দাফনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি দালাল চক্রের কাছে ৫হাজার টাকাসহ লাশটি হস্তান্তর করে। কথা ছিল তারা লাশটি ধর্মীয় রিতি মেনে দাফনের ব্যবস্থা করবে। কিন্তু এই চক্রটি লাশ দাফন না করে তিস্তা নদীতে ভাসিয়ে দেয়। হতদরিদ্র দিনমজুর বাবা বাড়ি ফিরে আসে। পরিবারের অন্য স্বজনদের বলে রংপুরের তাকে দাফন করা হয়েছে।
এদিকে রবিবার রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাগডোরায় তিস্তা নদীতে লাশটি ভেসে উঠে। স্থানীয়রা পুলিশে খবর দেয়। আদিতমারী থানা পুলিশ রবিবার রাতেই লাশটি উদ্ধার করে। তখন তরুনীর শরীরে পুলিশের লাশ ডিষ্টাবেল ব্যাগে মোড়ানো ছিল। এ খবর ছড়িয়ে পড়লে সারারাত ধরে নানা গুঞ্জনের ডালপাতা মেলে। পরে সোমবার সকালে পুলিশ লাশের পরিচয় মিলেছে বলে জানান। মৃতের বাবা তার মেয়েকে সনাক্ত করে। তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, এসপি স্যারের নির্দেশে নিহতের লাশ পুলিশের তত্বাবোধানে পাটগ্রামে নিয়ে গিয়ে দাফন করার ব্যবস্থা করা হবে। পোষ্টমডেম রির্পোট এলে গামের্ন্টস কর্মী নিহতের প্রকৃত অবস্থা জানা যাবে। আদোতে তার করোনা সংক্রমিত হয়ে ছিল কিনা ও করোনা পরীক্ষার নমূনা নিয়েছে কিনা এই মূহুর্তে জানা নেই বলে জানান।
এসপি আবিদা সুলতানার প্রশংসিত উদ্যোগ:
গামের্ন্টস কর্মী বাবা আদিতমারী থানায় এসে লাশ সনাক্ত করে জানায় বর্তমান পরিস্থিতিতে তার মেয়ের লাশ পাটগ্রামে নিয়ে গিয়ে দাফন করার মত অর্থনৈতিক সামর্থ্য তার নেই। এছাড়াও ভয় ভীতি হুমকী রয়েছে। তার মেয়ের লাশ পাটগ্রামের উফামারা গুচ্ছ গ্রামের দেওয়ানিরা দাফন করতে দিবে না বলে জানিয়ে দিয়েছে। এ খবর এসপি আবিদা সুলতানার কানে যায়। ফলে এসপি আবিদা সুলতানা নিজ দায়িত্বে গামের্ন্টস কর্মী মৌসুমীর লাশ পরিবহন ও দাফনের ব্যবস্থা করেন। সেই সাথে সর্তকতা মূলক সকল ব্যবস্থা নিয়ে লাশ দাফনের নির্দেশ দেন। পাটগ্রাম থানার ওসি সুমন্ত মোহন মন্ডল সাংবাদিকদের জানান, আজ সোমবার সন্ধ্যায় সামাজিক দূরত্ব মেনে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সামান্য সংখ্যক লোক নিয়ে পাটগ্রাম উপজেলা সদরের সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম