 
																
								
                                    
									
                                 
														
							 
                    গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার খবর পেয়ে অবিযানে যান পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। এইসময় পটিয়া স্টেশন রোড, সবুর রোড, কমলমুন্সির হাট সহ বিভিন্ন এলাকায়  জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রেখে বিভিন্ন পণ্য বিক্রয় করার অপরাধে ১১ টি দোকানের মালিককে ৫৯,৮০০/- টাকা অর্থদন্ড সহ তাদের সতর্ক করা হয়।
এসময় বেশ কয়েকটি দোকানে যান তিনি তার উপস্থিতি টের পেয়ে কয়েকটি দোকানিরা ক্রেতাদের দোকানের ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান। এ সময় ফায়ার সার্ভিস, ওয়ার্ড কাউন্সিলর, এবং ব্যবসায়াী সমিতির উপস্থিতিতে দোকানের শাটার খুলে ক্রেতাদের বের করা হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, করোনার সংক্রমন ঠেকাতে ব্যবসায়ী সমিতি অামাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেই যে তারা দোকান বন্ধ রাখবে এবং তারা রেখেছে তারপরও কিছু অস্বাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাকি দিয়ে দোকান খোলা রাখছে।