1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দার আন্দইলবিলে মাছ নিধন করে ভেঁকু মেশিনে পুকুর খননের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় সাংবাদিক খোন্দকার এরফান আলী বিপ্লবের পিতা বীরমুক্তিযোদ্ধা খোন্দকার এ কে এম আকরাম আলী ইন্তেকাল মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা! মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন, মুক্তার সভাপতি ও মুন্নাকে সেক্রেটারী ঘোষণা মাগুরায় ৭ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন লাকসামে শুরু হয়েছে আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট রাউজান-রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির  সভাপতি ছালামত- সম্পাদক কাজল দে রাঙ্গাবালীতে জামায়াতে ইসলা‌মী আমির মো: ক‌বির হোসাইন, সে‌ক্রেটা‌রি ম‌াসুদুর রহমান চৌদ্দগ্রামে যুবলীগ নেতার ভয়াবহ নির্যাতনে ঘরবাড়ি ছাড়া ২টি পরিবার শেরপুরের নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক তিতাসের মজিদপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

মান্দার আন্দইলবিলে মাছ নিধন করে ভেঁকু মেশিনে পুকুর খননের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ১৩১ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহি আন্দইল বিলে কতিপয় প্রভাবশালীরা বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধন করে শত শত বিঘা সরকারি খাস জলাশয় অবৈধ ভাবে দখল করে ভেঁকু মেশিন দিয়ে পুকুর খনন করছে বলে অভিযোগ স্থানীয় মৎস্যজীবিদের। এতে করে মুক্ত জলাশয় থেকে মাছ ধরতে না পারায় কয়েক হাজার মৎস্যজীবি পরিবার পরিজন নিয়ে পথে বসতে চলেছে।

স্থানীয়রা জানান, জেলার বৃহত্তর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমি নিয়ে অবস্থিত আন্দইলবিল। শত বছর ধরে বিলের আশেপাশের প্রায় চারটি মৎস্য সমবায় সমিতির প্রায় ৩ হাজার সরকারি নিবন্ধনধারী মৎস্যজীবিরা এই মুক্ত জলাশয় থেকে বছরের ৬মাস মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, উপজেলার শাঁটিল গ্রামের সূর্যকান্তে ছেলে উজ্জ্বল কুমারের নেতৃত্বে কতিপয় প্রভাবশালীরা বছর খানেক থেকে হাজার হাজার মৎস্যজীবিদের বাধা উপেক্ষা করে বিলের মাঝে অবৈধ ভাবে জবর দখল করে প্রায় শতাধিক বিঘা জমিতে বিশাল আকারে একাধিক পুকুর খনন করে।

নতুন করে অবৈধ ভাবে পুকুর খনন কাজে মৎস্যজীবিরা বাধা দিলে তারা তাদের নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ স্থানীয় মৎস্যজীবিদের ।

অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে মৎস্য সমবায় সমিতির পক্ষ থেকে সাম্প্রতি জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরেও প্রভাবশালীরা পুনরায় নতুন করে কোটি কোটি টাকার প্রাকৃতিক মাছ নিধন করে পুকুর খনন শুরু করে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পাশাপাশি মৎস্য জীবিদের বাধার মুখে প্রভাবশালীরা পুকুর খনন বন্ধ করে দেয়।

বিলটিতে নতুন করে পুকুর খনন বন্ধ ও খনন করা পুকুর উচ্ছেদ করে বিলকে পুনরায় মুক্ত জলাশয়ে পরিনত করার দাবীতে শালদহ মৎস্যজীবি সমবায় সমিতি, পলাশবাড়ী মৎস্যজীবি সমবায় সমিতি, পার্শ্ববর্তী ইউনিয়নের ভারশোঁ মৎস্যজীবি সমবায় সমিতি ও ভারশোঁ একতা মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ আন্দইল বিলে সামাজিক দুরত্ব বজায় রেখে বুধবার (২০ মে) সকালে মানববন্ধন করেছে।

শালদহ মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক নির্মল কুমার হালদার বলেন, সরকারের খাস খতিয়ান ভুক্ত আন্দইল বিলের উন্মুক্ত জলাশয়ে আমরা বাপ-দাদার আমল থেকে বর্ষা মৌসুমে মৎস্য আহরণ করে প্রায় ৩হাজার পরিবার জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ করেই উপজেলার শাঁটইল গ্রামের সূর্যকান্তের ছেলে উজ্জ্বল কুমার বেআইনি ভাবে ভেঁকু মেশিন দিয়ে জোর পূর্বক এই বিলের মাঝে বিশাল দীঘি খনন করছে।

পলাশবাড়ি গ্রামের মৎস্যজীবি কৃষ্ণ, হরিনাথসহ অনেকেই বলেন এভাবে যদি উজ্জ্বল কুমার বিলের মাঝে বিশাল দীঘি খননের কাজ করতেই থাকে তাহলে আমরা পরিবার নিয়ে না খেয়ে মারা যাবো। এটা উন্মুক্ত জলাশয় এটা উন্মুক্ত হিসেবেই রাখতে হবে। তাই আমাদের দাবি এখানে কোন দীঘি খনন করা যাবে না। এছাড়াও বাধা দিতে গেলেই প্রভাবশালীরা বিভিন্ন রকমের হুমকি-ধামকী প্রদান করা অব্যাহত রেখেছে।

এবিষয়ে উজ্জ্বল কুমার বলেন, আমি জমির প্রকৃত মালিকদের কাছ থেকে জমি গুলো ১০বছরের জন্য লিজ নিয়ে এতে পুকুর খনন করছি। মৎস্য জীবিরা অন্যায় ভাবে আমার কাজে বাধা দিচ্ছে। তিনি বলেন এবিষয়ে হাইকোর্টের একটি রায় আছে আমার পক্ষে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন আমার কাছে অভিযোগ আসার পরই আমি বিলে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়াও হাইকোর্টে চলা মামলার কাগজপত্রাদি আমি পেয়েছি। পরবর্তিতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও কয়েক হাজার জেলেদের জীবন-জীবিকা নিশ্চিতকরণে অচিরেই এই বিলে সকল ধরনের পুকুর খননের কাজ চিরস্থায়ীভাবে বন্ধ করা হোক এমনটাই দাবী স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম