1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“শিক্ষা কর্মকর্তার যোগসাজশে” শরনখোলায় হাজতে থেকেও পুরো বেতন পেল দপ্তরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

“শিক্ষা কর্মকর্তার যোগসাজশে” শরনখোলায় হাজতে থেকেও পুরো বেতন পেল দপ্তরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৭১ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় অর্থ আত্মসাৎ চেষ্টা মামলায় ১৫দিন জেল হাজতে থেকেও সরকারি বেতন-ভাতার পুরো অর্থ উত্তোলন করে নিয়েছে এক স্কুল দপ্তরী। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের যোগসাজশে ওই দপ্তরী এমন সুযোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা (অবঃ শিক্ষক) শরীফ ফিরোজ-অর-রশিদ বলেন, তিনি অবসরে যাওয়ার পর ২০১৭ সালে একই এলাকার বাসিন্দা আঃ ছালাম হাওলাদার ছেলে ও পাশর্^বর্তী ১নং খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী/নৈশ প্রহরী মোঃ সোহাগ হাওলাদার তার বাবা ও মা-কে সাথে নিয়ে (সাক্ষরকৃত) একটি ফাঁকা চেকের অনুকুলে তার নিকট থেকে নগদ ১৫ লাখ টাকা নেয়। যা পরবর্তী তিন মাস পর পরিশোধ করার কথা। কিন্তু ইতোমধ্যে তিন বছর অতিবাহিত হলেও সোহাগ উক্ত টাকা পরিশোধ না করে তা আত্মসাতের চেষ্টা করেন। তাই পাওনা টাকা উদ্ধারের জন্য তিনি ২০১৯ সালের ১৭ নভেম্বর ঢাকার সি.এম.এম আদালতে ৪২০/৪০৬/৫০৬ ধারায়, স্কুল দপ্তরী সোহাগের বিরুদ্ধে সি.আর-৩৩১নং একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী হলে চলতি বছরের ১২মার্চ সোহাগকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন শরনখোলা থানা পুলিশ। ওই মামলায় ১৫দিন জেল খেটে সম্প্রতি জামিনে আসেন তিনি। অপরদিকে, রহস্য জনক ভাবে চলতি বছরের মার্চ মাসের পুরো বেতন-ভাতার টাকা দপ্তরী সোহাগের জনতা ব্যাংক শরনখোলা শাখার-১২১৮২ নং হিসাবে জমা হলে তা তুলে নেয় ওই দপ্তরী। যার ফলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে নাম গোপন রাখার শর্তে, সাবেক এক শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী ওই কর্মচারী সাময়িক বরখাস্ত হবে কিন্তু জীবন বাঁচাতে খোরপোষ পাবেন। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জড়িত তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কারন মামলার বিষয়টি তিনি না জেনেও ওই কর্মচারীর বিলে স্বাক্ষর করতে পারেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। এ ক্ষেত্রে আমার কোন দায় নেই। এছাড়া দপ্তরী সোহাগ হাওলাদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানেন এখানে আমার দোষ কি ?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হাসান হাওলাদার বলেন, সোহাগকে পুলিশ ধরে নেওয়ার সাথে সাথে আমি শিক্ষা কর্মকর্তা মহোদয়কে (টিও) মামলার বিষয়টি জানিয়েছি এবং ঘটনাটি শিক্ষা অফিসের সবাই জানে। এখন অস্বীকার করলে কি আর করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net