1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ব বিরোধের জেরে নিহত চৌদ্দগ্রামের শিপন ও পরিবারের সকলেই মাদকের সাথে জড়িত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

পূর্ব বিরোধের জেরে নিহত চৌদ্দগ্রামের শিপন ও পরিবারের সকলেই মাদকের সাথে জড়িত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২০৯ বার

চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত আমজাদ হোসেন শিপন ও তার পরিবারের সকলেই মাদক ব্যবসা এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) সরেজমিন ঘুরে এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের আমির হোসেন, স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে আমজাদ হোসেন শিপন মাদক ব্যবসা-পাচারের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও দাঙ্গা হাঙ্গামার একাধিক মামলা রয়েছে। এনিয়ে এলাকার যুবকদের সাথে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া দেড় মাস আগে আবুল বশর নামে এক ব্যক্তি বাড়ির পাশের খালি জায়গায় একটি দোকানঘর নির্মাণ করে। কিন্তু পাশের দোকানদার রতন ও লিটন নতুন দোকান দিতে আবুল বশরকে বাধা দেয়। অভিযোগ উঠেছে, আমির হোসেন ও আমজাদ হোসেন শিপন গং রতনের দোকানে মাদক রেখে বেচাকেনা করতো। নতুন দোকান হলে তাদের মাদক ব্যবসায় সমস্যা হবে এবং ক্রেতা কমে যাওয়ার আশঙ্কায় রতনের ইন্ধনে আমির হোসেন গং আবুল বশর এবং তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় আবুল বশর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বশরকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দীর্ঘদিন চিকিৎসার পর আবুল বশর সুস্থ্য হয়ে উঠে। এছাড়া হামলাকারিরা নতুন দোকানঘরটিও ভাংচুর করে। এ ঘটনায় বশরের স্ত্রী রেশমা বেগম বাদি হয়ে আমির হোসেন ও তার ছেলে আমজাদ হোসেন শিপনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করে। এ ঘটনায় পুলিশ আমির হোসেনের আত্মীয় তারেক নামের এক আসামীকে গ্রেফতার শেষে জেলহাজতে পাঠায়। বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। মামলা উঠিয়ে না নেয়ায় আমির হোসেন গং আবুল বশরের পরিবারকে বিভিন্ন সময় দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পিতভাবে রোববার বিকেলে একা পেয়ে আবুল বশরের ছেলে সাকিবের উপর হামলা চালায় আমির হোসেন গং। হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক আবুল বশর ও তার পরিবারের সদস্যরা আমির গংদের তাড়া করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় শিপনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। উভয় পক্ষের আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। শিপন মারা যাওয়ার ঘটনায় তার মা মনোয়ারা বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আটজনকে গ্রেফতার শেষে জেলহাজতে প্রেরণ করে। এবিষয়ে স্থানীয় ইউপি মেম্বার সোহেল মজুমদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমির হোসেন গং মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। দেড় মাসের আগের একটি ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনায় আমির হোসেনের ছেলে শিপন মারা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিপন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তদন্ত চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net