1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে চিকিৎসক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত : মোট আক্রান্ত ২৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বদলে গেল স্কুল-কলেজের শপথ তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী সৈয়দপুরে দরজার কড়া কেটে ৫ টি গরু চুরি  বাসসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা পরিবেশ উপদেষ্টার সাথে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন উপদেষ্টা তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি- উপদেষ্টা আসিফ মাহমুদ আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ

লাকসামে চিকিৎসক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত : মোট আক্রান্ত ২৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৯৮ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন দুইজনসহ এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪ থেকে বেড়ে ২৬ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা র‌্যাপিড টিমের অন্যতম সদস্য। অন্যজন এমবিএ পরীক্ষার্থী। তিনি রাজঘাট এলাকার করোনা আক্রান্ত ব্যবসায়ীর জামাতা।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, লাকসাম করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা সোমবার (১৯ মে) নতুন আক্রান্ত দুইজনের নমুনা সংগ্রহ করেন। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে দুইজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (আয়ুবের্দিক) ও করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য। তার বয়স ৩৬ বছর। এ চিকিৎসকের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি। দেশে করোনার প্রভাব শুরুর হওয়ার পর থেকে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দিন-রাত কাজ করে আসছেন। নমুনা সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার পাশাপাশি যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য তিনি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার শুকনো কাশি রয়েছে। তাকে আইসলোশানে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। শহরের পশ্চিমগাঁও পুরাতন বাজার এলাকায় তার বাসা লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত অন্যজনের বাড়ি পৌরশহরের ছোয়াছয়আনি। তার বয়স ২৫ বছর। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এমবিএ পরীক্ষার্থী। তিনি রাজঘাট এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর জামাতা। ইতিমধ্যে ওই পরিবারের ছয়জনই আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শ থেকে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা আক্রান্তের পরপরই তার বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা থেকে রক্ষা পেতে সাবধানতার বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net