1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে পাঁচ হাজার পরিবারে মাঝে ব্যারিস্টার সাকিলা ফারজানা'র উপহার সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

চট্টগ্রামে পাঁচ হাজার পরিবারে মাঝে ব্যারিস্টার সাকিলা ফারজানা’র উপহার সামগ্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২০০ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ পৌছে দিচ্ছেন চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে বিগত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক হুইপ ও চার বারের সাবেক সাংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার সাকিলা ফারজানা।

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে হাটহাজারীতে হতদরিদ্র, মধ্যবিত্ত ৫ হাজার পরিবারকে এ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি কর্মহীন ঘরবন্দি নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ অনুদান ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এ সব ত্রাণ পৌঁছে দিচ্ছেন ব্যারিষ্টার শাকিলা ফারজানা’র গঠিত ত্রাণ সরবারাহ কমিটি।

এ বিষয়ে ব্যারিষ্টার শাকিলা ফারজানার সাথে কথা হলে তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহা সংকট সৃষ্টি হয়েছে। এ সৃষ্ট সংকটে নগরীর ভাসমান মানুষের অবস্থা খুবই সংকটাপন্ন। তাই তাদের জন্য প্রতিদিন রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। ছাত্রদল, যুবদলের ভাইয়েরা তালিকা তৈরী করে আনছে প্রতিনিয়ত। সেই তালিকা অনুযায়ী তাদের মাঝে রান্না করা খাবার সরবরাহ করছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য উপহার স্বরূপ ফুডপ্যাকেজ তৈরী করেছি। আমার চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত টিমের মাধ্যমে তালিকা তৈরী করে সংকটে পড়া পরিবারের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে। ব্যারিষ্টার শাকিলা ফারজানা সংকট চলাকালীন সময়ে এ কার্যক্রম সাধ্য মতে অব্যাহত থাকবে বলেও জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা প্রয়াত সাবেক হুইপ চার বারের সাংসদ সদস্য সৈয়্যদ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিষ্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা সহ চট্টগ্রাম মহানগরের আংশিক এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি টিম গঠন করেন। গঠিত টিমের মাধ্যমে প্রতিদিন সংকটে পড়া কর্মহীনদের তালিকা তৈরী করে আনছে। তালিকা নীরক্ষনের মাধ্যমে তাদের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রিয়নেতার মানবতাবাদী কন্যা ব্যারিষ্টার শাকিলা ফারজানা আপা যে উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মনজু, থানা বিএনপি সদস্য নাজিম, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত, যুগ্ম সম্পাদক জাহেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিন, থানা যুবদল আহবায়ক সাহেদু্ল আজম শাহেদ, উপজেলা ছাত্রদল আহবায়ক এস,এম সোলাইমান জাহেদ, নিজাম উদ্দিন, তাসিফ মনি, পারভেজ মেহেদী, জিয়া উদ্দিন বাবলু, মামুন, জামশেদ, জিসান, সবুজ, আরিয়ান সাকিব, তানভীর, মিরাজুল ইসলাম নিসাত,অপূর্ব, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার, তাজুল, মাসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net