1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে মায়ানমারের ট্রলার সহ ইয়াবা সিন্ডিকেটের তিন সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট    কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদককে বহিস্কারের সিদ্ধান্ত নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাঁশখালীর সরলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২ মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক

মহেশখালীতে মায়ানমারের ট্রলার সহ ইয়াবা সিন্ডিকেটের তিন সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৪৪ বার

মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর কুতুবজোমে মায়ানমারের তিন নাগরিক সহ ট্রলার আটকের ঘটনায় আলোচনায় আসছে স্থানীয় এক হাইব্রিড নেতা সহ দুই জামাত নেতার সিন্ডিকেটের নাম। ২৯ জুন সকাল ১১টায় নয়াপাড়া চরপাড়ার পশ্চিমে সন্দেহজনক ট্রলারটি স্থানীয়রা আটক করে। এসময় ট্রলার থেকে সিন্ডিকেটের অন্য সদস্যরা পালিয়ে গেলেও তিনজন মায়ানমারের নাগরিক জনতার হাতে আটক হয় বলে জানা যায়। আটকৃতরা হলেন- মোঃ আলিজা, দিল মোহাম্মদ, ছব্বির আহমদ। তারা তিনজন সহ ট্রলারটি মায়ানমারের বলে জানায় তারা।

জানা যায়, সরাসরি মায়ানমার থেকে ইয়াবা এনে কুতুবজোম এলাকার একটি সিন্ডিকেটের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করছে তারা। সকালে ইয়াবার চালানটি ট্রলার থেকে পূর্ব পরিকল্পনা মত কুতুবজোমের সিন্ডিকেটের সদস্যরা নিয়ে যায়। সিন্ডিকেটের এক সদস্যের নাম মোঃ কালু বলে জানায় তারা। স্থানীয়রা জানান, মোঃ কালু তাজিয়াকাটা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানা যায়।

এদিকে ইয়াবার চালানে ব্যবহৃত মায়ানমারের ট্রলার ও তিন নাগরিক আটকের ঘটনা প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে গাঁ ঢাকা দিয়েছে এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কুতুবজোমের কথিত আওয়ামিলীগ নেতা আব্দুর রহিম, জামাত নেতা মাওলানা গফুর ও বর্তমান ইউপি মেম্বার শাহ আলমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ইয়াবার একটি সিন্ডিকেট ব্যবসা করে আসছে। আটককৃত মায়ানমারের সিন্ডিকেটটি এই সিন্ডিকেটের অংশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাজিয়াকাটার মোঃ কালুর সাথেও তাদের সখ্যতা রয়েছে বলেও সূত্রটি জানায়।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ জানান, মায়ানমারের নাগরিক সহ ট্রলার আটকের সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net