1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়ের বিয়েতে পাওয়া উপহার বায়তুল মালে জমা করে দিলেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুর্গন্ধময় নোংরা আবর্জনা পরিষ্কার করছেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অনুকরণীয় একটি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি —মির্জা ফখরুল বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ শরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ গ্রেফতার-১ চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত  গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন ৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে– মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত মাগুরায় জেলা প্রসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মেয়ের বিয়েতে পাওয়া উপহার বায়তুল মালে জমা করে দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৪১ বার

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন:
পাকিস্তান জামা‘য়াতের সাবেক আমীর সাইয়েদ মুনাওয়্যার হোসাইন রাব্বে কারীমের ডাকে সারা দিয়ে আজ চলে গেলেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রা-জেঊন।

সাইয়েদ মুনাওয়্যার হোসাইন দিল্লীতে জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পাকিস্তান চেলে যান। জামা‘য়াতের প্রতিষ্ঠাতা আল্লামাহ্ মওদূদী (রাহি.) এর সাথে জামা‘য়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। অতঃপর জামা‘য়াতের আমীর আল্লামাহ্ মওদূদী, মাওলানা মিয়া তোফায়েল আহমাদ এবং কাযী হোছাইন আহমাদের পর ২০০৯ সালে তিনি জামা‘য়াতের ৪র্থ আমীন নির্বাচিত হন।

জামা‘য়াতের আমীর থাকাকালীন তার নিজের কন্যার বিয়েটি অত্যন্ত সাদা সিদা শারী‘য়াতের বাতলানো মতে ও পথে হয়েছে। এখানে কোনো ধুমধামের ব্যবস্থা ছিলো না। হাজার হাজার মানুষকে খাওয়ানোরও কোনো আয়োজন ছিলো না। তারপরও কিন্তু শুভাকাঙ্খিরা যারা এসেছেন বা যারা আসেন নি তারা আমীরের মেয়ের বিয়েতে খুব মূল্যবান উপহার সামগ্রী দিয়েছেন। উপহারগুলোও তিনি খুব সানন্দে গ্রহণ করেছেন। তবে গ্রহণের পর পরই তত্ক্ষণাত সেগুলোকে জামা‘য়াতের বায়তুল মালে জমা করে দিয়েছেন।

কাহিনী এখানেই শেষ নয়, বিবাহের পরে যখন বাপ-বেটির প্রথম সাক্ষাৎ হলো, তখন কন্যা খুশীতে বাবাকে জড়িয়ে ধরে বললো, বাবা! দেখ, দেখ,
আমি বিয়েতে একটি মূল্যবান হার পেয়েছি। মেয়ের মুখে এটি শুনে এবং হারটি দেখে তিনি নিজ মেয়েকে বললেন, মা আমি জামা‘য়াতের আমীর হওয়ার কারণে তুমি এই হার পেয়েছ। তা না হলে এত দামী হার তোমাকে কে উপহার দেবে? তোমাকে কে চেনে? কেনই বা এত দামী হার সাধারণ একটি মেয়ের বিয়েতে কেউ উপহার দেবে?

অতএব এই হারের উপর না তোমার অধিকার আছে আর আমার
কোনো অধিকার আছে। তাই এই হারটি এখনই আমাকে দিয়ে দাও। আমি এটিকে এখনই তার আসল জায়গায় পৌঁছে দিয়ে আসি। বাবার মুখে এমন কথা শুনে মেয়েও তাই করলো। সাথে সাথে হারটি খুলে বাবার হাতে তুলে দিলো।

মেয়েটি কার ? মেয়েটি তাক্বওয়া পরহেযগারীর মূর্তপ্রতীক খালীফাতুল মুসলেমীন উমার ইবনে আব্দুল আযীযের অনুসারী জামা‘য়াতে ইসলামীর আমীর সাইয়েদ মুনাওয়্যার হোসেনের।

এবার আমাদের দেশের ইসলামী আন্দোলনের নেতাদের হিসাব দেয়া ও নেয়ার পালা। বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন এবং
এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেন তারা কয়জনে এমন করছেন বা করতে পারবেন বলে মনে করেন? কয়জনের মেয়ে বাবার এমন কথা মেনে নেবে?

এই প্রশ্নটির উত্তর যদি নিজের কাছেই নিজে দিতে না পারেন তাহলে মনে রাখবেন, আপনাদের দ্বারা এদেশে কখনো ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। এটি আমি হলফ করে বলতে পারি। বরং আমি বললো, ইসলামী আন্দোলন তো বাহুত দূর কী বাত যে যেখানে আছেন সেখানে কতটুকু আমানাতদারী রক্ষা করতে পারছেন এটি নিজেকে একবার প্রশ্ন করুন।

তবে এর অর্থ এই নয় যে, আমি আপনার চেয়ে ভালো; খুব আমানাত রক্ষা করে ফেরেশতা হয়ে আছি। বরং আমি আপনার চেয়ে আরো খারাপ। আমি শুধু এই যুগেও একজন ভালো মানুষের চরিত্র কেমন হয় বা হওয়া দরকার তা এখানে তুলে ধরেছি মাত্র। আপনার ভুল ধরা আমার লক্ষ্য নয়। এটি আমার কাজও নয়। আমি শুধু ভালো মানুষের গল্প শুনিয়ে নিজেদের হিসাবের খাতাটি দেখার সুযোগ করে দিতে চেয়েছি। এর চেয়ে আর বেশী কিছু নয়। আল্লাহ্ আমাদের চরিত্রকে সুন্দর করার তাওফীক্ব দান করুন।
আ-মী-ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম