1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগাম বন্যার আশঙ্কা পূর্বপ্রস্তুতী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  আড়াই দশক ধরে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিটন, প্রবাসীর স্ত্রীর দিকেই নজর লিটনের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত রুহুল আমিন গাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: আলোচনা সভায় বক্তারা যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন চলে গেলো না ফেরার দেশে.. মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

আগাম বন্যার আশঙ্কা পূর্বপ্রস্তুতী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২০২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় বন্যাপ্রবণ এলাকা। কয়েক বছর পরপরই এ দেশে
বড় আকারের বন্যা হতে দেখা যায়। বলা যায়, বন্যার মতো দুর্যোগের সাথে আমাদের নিত্য বসবাস। কিন্তু এবার ইতোমধ্যে অব্যাহত বৃষ্টিপাতে দেশের প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এর সাথে উজানের দেশ ভারতের পাহাড়ি ঢলে বিপদ আরো বাড়ছে। দেশটির আসাম, মেঘালয়, সিকিম ও জলপাইগুড়ির ভারী বর্ষণের প্রভাবে আমাদের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ক্রমে তা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তলিয়ে যেতে পারে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। সংশ্লিষ্ট সূত্রমতে, তিস্তায় বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২৬ জুন দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ শুরু হতে পারে। অতিবৃষ্টিতে দেখা দিতে পারে চরম দুর্ভোগ। এর আগে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কোথাও কোথাও এর মধ্যেই ভারী বর্ষণ হতে পারে।
করোনাভাইরাস কোভিড-১৯-এর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও তছনছ হয়ে গেছে। উপরন্তু করোনাকালেই আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশের পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এর মধ্যেই উত্তরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা আমাদের জন্য আরো বিপদের কারণ হতে পারে। ওই সব এলাকার অধিবাসীরা আগাম বন্যা হতে পারে এমন আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। গত বছর উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা আঘাত হানে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। তখন তলিয়ে গিয়েছিল দেশের অনেক জেলা। সে তুলনায় এ বছর আগেভাগেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধার পাশাপাশি হাওর ও পার্বত্যাঞ্চলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিতে পারে আগাম বন্যা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী তিন-চার দিন তা অব্যাহত থাকতে পারে। নদীগুলোর ১০১টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৮টিতে বেড়েছে পানি। একটি পয়েন্টে বিপদসীমার উপরে পানি বইছে। চলতি সপ্তাহের মাঝামাঝি রংপুর ও লালমনিরহাটে তিস্তার কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আশপাশের এলাকা, অর্থাৎ মধ্যাঞ্চলসহ যমুনা তীরবর্তী এলাকায় এ মাসের শেষের দিকে বন্যা আঘাত হানতে পারে। কিছু এলাকায় এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন তথ্য দিয়ে সংস্থাটি জানিয়েছে, দেশের অনেক এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই নদীর পানি বাড়ছে। চলতি মাসের শেষটায় মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পার্বত্য জনপদ ও হাওরাঞ্চলেও বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ার কথা জানিয়ে আরো বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মাসহ নদ-নদীগুলোর পানি ক্রমান্বয়ে বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ভারত ও বাংলাদেশে বৃষ্টিপাতের ফলে মেঘনা অববাহিকার সুরমা-কুশিয়ারা, কংস, সোমেশ্বরী এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী এবং হালদা নদীর পানি দ্রুত বাড়তে পারে। উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলার পানি সমানতালে বাড়তে পারে। এ দিকে, আবহাওয়া অধিদফতর বলছেÑ ভারী বর্ষণের প্রবণতা কিছুটা কমলেও চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। ওই জনপদ তলিয়ে যাওয়ার মতো ভারী বর্ষণ হতে পারে।
করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে দেশের মানুষজনকে। এর মধ্যে বন্যা দেখা দিলে পরিস্থিতি আরো জটিল হবে তা বলাই বাহুল্য। উদ্ভূত পরিস্থিতিতে বন্যা বাড়তি দুর্ভোগ হিসেবে দেখা দেবে। সে ক্ষেত্রে আগাম বন্যা যদি দেশে সত্যিই আঘাত হানে, তা যেন করোনা মোকাবেলার মতো হযবরল হয়ে না দাঁড়ায়। এখন থেকেই সংশ্লিষ্ট সরকারি অধিদফতরগুলোর পূর্বপরিকল্পনা নিয়ে আগাম বন্যা মোকাবেলার জন্য শতভাগ প্রস্তুতি নিতে হবে। আর এটি সমন্বিতভাবেই নেয়া জরুরি।

লেখকঃ বিশেষ প্রতিবেদক | সাবেক কাউন্সিলর বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net