1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ সুপার পদোন্নতি পেলেন পাটগ্রামের কৃতি সন্তান এবিএম জাকির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  আড়াই দশক ধরে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিটন, প্রবাসীর স্ত্রীর দিকেই নজর লিটনের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত রুহুল আমিন গাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: আলোচনা সভায় বক্তারা যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন চলে গেলো না ফেরার দেশে.. মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

পুলিশ সুপার পদোন্নতি পেলেন পাটগ্রামের কৃতি সন্তান এবিএম জাকির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৮৫ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পুলিশ সুপার পদোন্নতি পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান এ বি এম জাকির হোসেন।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের কৃতি সন্তান এ বি এম জাকির হোসেন পুলিশ সুপার পদে পদায়ন পেয়েছেন। তাই এই পদায়নে লালমনিরহাট জেলাবাসী আনন্দিত।

জানা গেছে, গত ১৮ জুন বাংলাদেশ পুলিশের ২শত ১৫জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন প্রদান করা হয়। এবিএম জাকির হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন , রংপুর জেলায় পদায়ন করা হয়।

এবিএম জাকির হোসেনের পরিচিতি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা জেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের প্রয়াত মকবুল হোসেন ও মা জাহানারা বেগমের কৃতি সন্তান। তাহার দুই সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।

শিক্ষা জীবনের শুরুতে বাউরা পাবলিক দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন সাফল্যের সাথে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি স্কলারশিপ পেয়ে বৃটেনের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

বাবা-মা এর ঐকান্তিক ইচ্ছায় ও দেশ সেবার অদম্য প্রয়াসে জাকির হোসেন জীবনের প্রথম বিসিএস (২৫ তম) এ অংশগ্রহণ করে পুলিশ সার্ভিসে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বরিশাল, বাগেরহাট, নওগাঁ, পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুর সহ নানা স্থানে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন সময়ে সরকারি সাহায্য ও নিজস্ব পৃষ্ঠপোষকতায় এলাকার মানুষদের সাহায্য করে থাকেন। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন এ তার পিতা মাতার নামে মকবুল-জাহানারা প্রাথমিক বিদ্যালয় স্থাপনে জমি দান করেন। এছাড়া তিনি মকবুল-জাহানারা-ফাউন্ডেশন চালু করেন । মকবুল-জাহানারা ফাউন্ডেশন থেকে প্রতিবছর বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে বীর মুক্তিযোদ্ধা ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করে আসছেন।

তিনি পাটগ্রাম তথা দেশের সকলের কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, মিষ্টভাষী ও পরোপকারী এই পুলিশ অফিসারের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তার পরিবার, বন্ধু ও জেলার সুধী মহল।

কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার অর্জন করেন। চলমান করোনা ভাইরাসে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পরেই লড়ছে পুলিশ। করোনায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, সামাজিক দূরত্ব ও লকডাউন নিশ্চিত করতে গিয়ে একক বাহিনী হিসেবে পুলিশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net