1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাজেটে ঘাটতি পূরণ যেভাবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বাজেটে ঘাটতি পূরণ যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৪৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
২০২০-২১ অর্থবছরের বাজেটে যে ঘাটতি দেখা দেবে তা পূরণের একটি রূপরেখা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উত্থাপনকালে তিনি এ রূপরেখা দেন।

বাজেট বক্তৃতার মন্ত্রী জানান, বাজেটে ঘাটতি দাঁড়াবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ দশমিক শূন্য শতাংশ। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৮০ হাজার ১৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করা হবে।

তিনি জানান, অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সংগৃহীত হবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসবে ২৫ হাজার কোটি টাকা।

এর আগে সংসদ অধিবেশ শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরের জন্য মন্ত্রী ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম