রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় একটি তেলের দোকানে আগুন লেগে দুইজন নিহত ও ১ জনের অবস্হা খুব আসংখ্যা জনক রয়েছেন। এ ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। সোমবার মধ্যরাতে ওই উপজেলার হরনী ইউপির চেয়ারম্যানঘাটে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার গনিপুরের আবুল কাশেমের ছেলে মহিবুল ইসলাম নিপু এবং তার দোকানের কর্মচারী রহমত উল্যাহ।স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন নিপু ও রহমত। হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে দোকানে আগুন লাগে। সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, আগুন নেভানোর পর দোকানের ভেতর থেকে দুটি কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কঙ্কাল দুটি সি-ট্রাকের ঘাট ম্যানেজার মহিবুল ইসলাম নিপু ও তার কর্মচারী রহমত উল্যাহর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।