নইন আবু নাঈমঃ
বাগেরহাটে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা ছাএদল। রবিবার দুপুরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাএদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল মোরশেদ, পৌর ছাএনেতা মেহেদি হাসান মুন্না,কচুয়া ছাএদল নেতা রানা দিদার,নিয়ামুল কোবির রাহুল,হাবিব ওয়াহিদ প্রমুখ। এক পৃষ্টার লিখিত এ স্মারকলিপিতে বলা হয়, করোনার এ মহামারিতে সারা পৃথিবীর মত বাংলাদেশেও দিন দিন করোনা রোগী বাড়ছে।অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে আছে। শত শত মানুষ কাজ হারিয়ে কোনভাবে জীবন যাপন করছে। এমতাবস্থায় সাধারন শিক্ষার্থীদের তাদের পিতা মাতার পড়াশুনা খরচ চালানো এ প্রকার অসম্ভব হয়ে পরেছে। এছাড়া শহরের স্কুল গুলোতে অন লাইন ক্লাস চললেও গ্রামের সাধারন শিক্ষার্থীদের এটা এক প্রকার অসম্ভব কারন অধিকাংশ ছাএদের স্মর্ট ফোন নেই,নেই এমবি কেনার টাকা । স্মারকলিপির মাধ্যমে সাধারন শিক্ষার্থীদের বেতন মওকুফ,অনলাইন ক্লাস বন্ধ,ভর্তি পরিক্ষা বন্ধের দাবীও জানান হয়।