আফজাল হোসাইন মিয়াজী,
নাঙ্গলকোট, কুমিল্লাঃ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর ও ভূমি অফিস সংলগ্ন পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয় ।
মাছের পোনা অবমুক্ত করেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক এস এম মহিববুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হুদা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় পাল, অফিস সহকারী নুরুল আমিন প্রমুখ।