নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রাম জেলার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদে গত ১৯ জুলাই রবিবার বাদে আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত মোনাজাতে দলের প্রাক্তন চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলু ও বর্তমান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু বর্তমান করোনা মহামারিতে দলের ও দেশের সাধারণ লোকের মৃত্যুতে এবং করোনা আক্রান্ত দেশের সর্বময় জনসাধারণের জন্য রোগ মুক্তি দোয়া ও মৃত ব্যক্তিদের জন্য মাগফেরাত কামনা করা হয় এবং একই সাথে দলের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উক্ত মোনাজাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুকতাদের আজাদ খাঁন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরু উদ্দিন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল হক মানিক,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম মিশু,সিনিয়র সদস্য মোঃ মহিউদ্দিন, সদস্য মোঃ হাসান সহ আরো অনেকে।