সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা সংঘবদ্ধ অপহরণ ও মুক্তিপণ আদায়কারী, ছিনতাই এবং চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার, অপহরণ ও মুক্তিপণ গ্রহনে ব্যবহৃত মোবাইল সেট।
শনিবার (১৮জুলাই) তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী ডিবি পুলিশের এসআই জাকারিয়া আলম ও সঙ্গীয় ফোর্স অপরাধীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো- (১) মোঃ সাখাওয়াত হোসেন @ শওকত (৩৪),পিতা-মোস্তফা কামাল, সাং-চলনা (নামাপাড়া), থানা-পলাশ, (২) মোঃ নজরুল ইসলাম(২৯), পিতামৃত- আঃ ওহাব মিয়া, সাং-কুড়েরপাড়, থানা – মাধবদী, (৩) মোঃ হাবিবুব রহমান (৩২),পিতামৃত-আয়েছ আলী, সাং- আশমান্দীরচর, থানা-মাধবদী, সর্বজেলা-নরসিংদী। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।