স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার “নাঙ্গলকোট সাংবাদিক সমিতি”র উদ্যোগে ১০ জুলাই শুক্রবার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ সবুজ চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচী ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উপদেষ্টা কবি তাজুল ইসলাম,সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সহ-সভাপতি আজিম উল্যাহ হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজী, আলাউদ্দিন মজুমদার, দপ্তর সম্পাদক নাইম উদ্দিন, আবদুল হান্নান, আবদুর রহিম বাবলু, আল আমিন হৃদয়, সাজ্জাদ হোসেন রাহাত, ফজলুল করীমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে কমিটির মাসিক পরামর্শ সভা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় কমিটির ভবিষ্যত পরিকল্পনা এবং সাংবাদিকতায় নতুনদের আস্থার জায়গা তৈরি করার বিষয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।