স্টাফ রিপোর্টারঃ
নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ব্যবসায়ী লোকমান শাহ’র পাঠানো আম পিপিই’র ন্যায় একই ব্যক্তি বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগে জানা যায়, মহামারী করোনা কালে সাংবাদিকদের নিরাপত্তা বিবেচনা করে যুক্ত রাজ্য বিএনপি নেতা সলিসিটর একরামুল হক 23টি পিপিই দেন । কিন্তু সাংবাদিকদের না দিয়ে পিপিইগুলো সেক্রেটারি ও তার ব্যক্তিগত পছন্দের এক লোক সহ ভাগাভাগি করে নিয়ে যায় । এ নিয়ে সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয় । ঠিক তার রেশ কাটতে না কাটতে এবার লোকমান শাহ’র দেয়া আম সেক্রেটারি তার সেই পছেন্দর ব্যক্তি সহ ভাগ করে নিয়ে যায় ।
এ নিয়েও সাংবাদিকদের মাধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতেছে।
আম পাঠানোর সত্যতা যাচাইয়ের জন্য
লোকমান শাহ’র সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন, ক্লাবের সকল সাংবাদিকদের জন্য ১ ক্যারেটে প্রায় ৩০ কেজি আম দিয়েছি প্রেসক্লাব সেক্রেটারি মাঈন উদ্দিন দুলালের কাছে ।
আর পিপিই ও আম আত্মসাতের অভিযোগ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল এ প্রতিনিধিকে বলেন,২৩ পিপিই দেয় নাই ১৩ টা পিপিই দিয়েছে, আর প্রেসক্লাবের জন্য লোকমান শাহ’র তিনি রিসিভ করেনি এবং তিনি জানেনও না!
এখন সাংবাদিকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে কে সত্য,
এবং পিপিই আর আম কার ঘরে ? ?