1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংক কর্মকর্তা আটক! যৌতুক মামলায়! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবিতে আলোচনা সভা খাগড়াছড়ির পানছড়ির দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

ব্যাংক কর্মকর্তা আটক! যৌতুক মামলায়!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১৭১ বার

নিজস্ব প্রতিনিধি:
স্ট্যান্ডার্ড ব্যাংক পটুয়াখালী শাখার, সহকারী অফিসার মাহমুদুল হাসান সুজন স্ত্রী’র যৌতুক মামলায় আটক হয়েছেন।

উজিরপুর থানায় উপ পুলিশ পরিদর্শক এনামুল হক শহীদ অভিযান চালিয়ে উজিরপুর নিজ বাড়ি থেকে আসামীকে আটক করেন।

বরিশালের উজিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছে। বৃহঃবার (১৬ জুলাই) দুপুরে উজিরপুর থানায় উপস্থিত হয়ে ইসরাত জাহান (১৯বছর) স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ১১ (গ)/ ৩০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি, ২০২০ সনে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান এর সাথে একই ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে মাহমুদুল হাসান সুজনের সাথে আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী মাহমুদুল হাসান সুজন বিভিন্ন অজুহাতে ইসরাত জানান পলির পিতার কাছে যৌতুক দাবি করে আসছিল পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে সামার্থ অনুযায়ী জামাইর চাহিদা পুরন করেন।

সর্বশেষ ঘটনার গত ২ জুন বিবাদী মাহমুদুল হাসান সুজন তার স্ত্রীরীর কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে। ইসরাত জাহান পলি তার বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে চুলের মুঠি ধরিয়া এলোপাথারি মারধর জখম করে এবং লাথি, কিল, ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে।

এ বিষয়ে মামলার বাদী বলেন, আমার স্বামী আমাকে নির্যাতন করলেও আমি তার ঘর সংসার করার জন্য সকল নির্যাতন সহ করতাম, সে আমাকে নিয়ে সংসার না করে নির্যাতন চালায়। তাই আমি বাধ্য হয়ে সুবিচার প্রাপ্তির আশায় মামলা দায়ের করেছি।

উজিরপুর থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান উক্ত ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ইসরাত জাহান পলি বাদী হয়ে মামলা দায়ের করেন, অভিযান চালিয়ে আসামী কে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম