মোঃ সাইফুল্লাহঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন কানুটিয়া মধ্যপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আলী আজগার (৩৫) ও বালিদিয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত নবির জোয়ার্দারের ছেলে আব্দুল্লাহ জোয়ার্দার (২২)।
২৯ জুলাই বুধবার রাত ১২টা ৪০ মিনিটের সময় তাদেরকে আটক করে পুলিশ৷
গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের নির্দেশনায় এসআই মোঃ রাজু হোসেন, এসআই মোঃ খালিদ হোসেন, এএসআই মাহফুজুর রহমান (বকুল) কানুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামী আলী আজগার এর বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ আলী আজগার ও আব্দুল্লাহ কে আটক করে এবং অন্য সহযোগী আসামী মোঃ মাহমুদ মোল্যা কৌশলে পালিয়ে যায়।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন,আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,মামলা নাম্বার-২৪ তারিখ-২৪/৭/২০২০ইং