1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাস্ক পরিহিত না থাকার কারণেই আমার স্ত্রীকে চিরতরে হারাতে হয়েছে: স্বাস্থ্য সচিব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুর পৌরসভাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর -পৌরপ্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ। “ব্যাংক বুথ স্হাপনে ভোগান্তি কমবে” নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে টাকা ছাড়া দুর্গোৎসবে ডিউটি মেলে না আনসার সদস্যদের ! সকল দুস্কৃতিকারিদের ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র  শক্ত হাতে দমন করার আহ্বান — গণঅধিকার পার্টি (পিআরপি) অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন’ : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি মাগুরায় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক প্রবারণা পুর্নিমা উপলক্ষে পশ্চিম গহিরায়ভালবাসার উপহার বিতরণ লাকসামে বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান

মাস্ক পরিহিত না থাকার কারণেই আমার স্ত্রীকে চিরতরে হারাতে হয়েছে: স্বাস্থ্য সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৯০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
মাস্ক পরার ওপর গুরুত্তারোপ করে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, আমার গ্রামের বাড়ির এক নারী-আত্মীয়ের মাধ্যমে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর করোনায় তার মৃত্যু হয়। সেখানে ওই আত্মীয় এবং আমার স্ত্রী মাস্ক ছাড়া ছিলেন। একে-অপরের সঙ্গে মাস্ক ছাড়া মিশেছেন। মূলত ওই আত্মীয়ের কাছ থেকে আমার স্ত্রী সংক্রমিত হন। আমার স্ত্রী মারা গেলেও ওই আত্মীয় এখন সুস্থ। এখন আমার কাছে বার বার মনে হয় মাস্ক পরিহিত থাকলে আমার স্ত্রীকে হারাতে হতো না। আমরা মানুষকে সচেতন করছি। কোনো অবস্থায়ই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে ও অফিস-আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসন ও পুলিশ এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পরিবর্তনসহ একটি বিব্রতকর ও কঠিন সময়ে নতুন দায়িত্ব পেয়েছি। আশা করি সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করব।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স সঙ্কটের সমাধান করা হবে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কাজ করছে। গত তিন মাসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছেন। মাঠপর্যায়ে পদায়নে কিছু বৈষম্য রয়েছে বলেই চিকিৎসক সঙ্কট আছে। জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যেন হয়রানির শিকার না হন, বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সিভিল সাজনকে নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হিবরুল বারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম