শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজান বন বিভাগের উদ্যােগে প্রায় ২৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে তিনি নাগেশ্বর গার্ডেন সড়কের পাশে একটি গাছের চালা লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা আবদুল রশিদ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি প্রমুখ। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ উপজেলা চত্বরে স্থানীয় চেয়ারম্যান ও সাংবাদিকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন।