এম এইচ সোহেলঃ এশিয়া খ্যাত দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস, বাংলাদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ বাহারুল আলম শেরে মিল্লাত, মুফতি আল্লাম ওবায়দুল হক নঈমী হুজুরের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরস্হ আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি।
সোমবার ( ৬ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে
মরহুম মুফতি আল্লাম ওবায়দুল হক নঈমী হুজুরের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেইসাথে মরহুম মুফতি আল্লাম ওবায়দুল হক নঈমীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।