শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়কের পাশে মাটি দিয়ে কৃষি জমি ভরাটের কাজ বন্ধ করেন উপজেলা প্রশাসন। জানা য়ায়, রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের মোবারক খীল এলাকার হাবিব নামে এক ব্যক্তি মাটি দিয়ে এই কৃষি জমি ভরাট করছে। মাটি ভরাটের কারণে খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ৮ জুলাই বুধবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ওই এলাকায় উপস্থিত হয়ে কৃষি জমি ভরাটের কাজ বন্ধ করে দেন। এসময় ভরাটের কাজে ব্যবহৃত এসকেভেটারের চাবি নিয়ে রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের কাছে জমা দেয়। এবিষয়ে কৃষি জমি ভরাট কারী হাবিব কাছ জানাতে চাইলে তিনি বলেন,এটি কৃষি জমি নয়, এটি একটি পুকুর। পুকুরটি বনা পুকুর নামে পরিচিত।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমি ও পুকুর ভরাট করা বেআইনী । কারো প্রয়োজনে কৃষি জমি ও পুকুর ভরাট করতে হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিতে হবে।মোবারকখীল এলাকায় কৃষি জমি ভরাট করার কোন অনুমতি নেয়নি। একারণে কৃষি জমিতে মাটি ভরাট বন্ধ করে দিয়েছি।