শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগ ও রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ উদ্যোগে রাউজান সরকারি কলেজ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।উপজেলা ছাত্রলীগের সি.সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপ-সমাজসেবা সম্পাদক মো. বেলাল হোসেন সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান তানভির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পুলক চৌধুরী,সহ-সম্পাদক আব্দুর রহমান বাবু, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, সাদমান রাফি, আরমান শান্ত, সাব্বির আনোয়ার হিমেল, মেহেরাজ, সাফাত জামিল, মোঃ মনির, শফিউল হোসেন সম্রাট, সুদীপ্ত দাশ অন্তু,বাদশা আলম জুয়েল,তানভীর হোসেন,রিয়াদ হোসেন, সাগর সহ উপজেলা, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া- মাহফিল পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন আল কাদেরী। উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ কোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাউজান সুলতানপুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।