মাহমুদুল হাসান,রাঙ্গাবালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার“বড়বাইশদিয়া ইউনিয়নে “ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স”নির্মাণে (সাবেক) ইউনিয়ন শ্রমিকলীগ প্রচার সম্পাদক রাকিব তালুকদার চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুর ৩ টায় স্বাস্থ্য কমপ্লেক্স ম্যানেজার শামিম (২৫) ও নির্মাণ শ্রমিক সুমন (২০) কে মারধর করে (সাবেক) ইউনিয়ন শ্রমিকলীগ প্রচার সম্পাদক রাকিব তালুকদার ও তার সহযোগী, মোসাদ্দেক তালুকদার (কালু)
সরেজমিনে জানা যায়, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়ীয়া গ্রামে ২০২০সালের মার্চ মাসে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স” নির্মাণ কাজ শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণধীন থেকে (সাবেক) ইউনিয়ন শ্রমিকলীগ প্রচার সম্পাদক রাকিব ও তার সহযোগীরা সিমেন্ট, রড, কাঠ, বাশঁ জোর পূর্বক দাবী করেণ।এতে ক্ষ্যান্ত না হয়ে ম্যানেজার শামিমের কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেণ।টাকা দিতে অস্বিকার করে ম্যনেজার শামিম আকন । এতে ক্ষিপ্ত হয়ে কথিত শ্রমিকলীগ নেতা ও তার সহযোগীরা তাদের কে মারধর করে। এসময় মারধর নিয়ন্ত্রণে করায় স্থানীয় হাসান তালুকদার আহত হয়।
হামলার শিকার ম্যানেজার শামিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের শুরুতেই আমার কাছে রাকিব ও তার সহযোগীরা রড,সিমেন্ট,কাঠ,বাশঁ,বস্তা চাঁদা দাবি করেণ। আমি না দিলেও জোর পূর্বক নিয়ে যেতো। বৃহস্পতিবার বিকালে রাকিব আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় আমাদের উপর অতর্কিতভাবে মারধর করে। আমি এর বিচার চাই।
প্রত্যক্ষদর্শী, হাসান তালুকদার , ওবায়দুল তালুকদারসহ কয়েকজন বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই মারধর ও তাদের ঘর ভাংচুর করতেছে। আমরা থামাতে গেলে আমাদের উপর হামলা শুরু করে। আমরা এলাবাসীর পক্ষথেকে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কর্মকান্ডের প্রতিকার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এরা এলাকায় খুব বাজে ভাবে চলাফেরা করে। আমাদের ছেলেদের ভালোভাবে মানুষ করতে হিমসিম খেতে হয়। তারা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন ও বিক্রি করার কারণে একাধিক মামলা ও জেল খেটেছেন। এলাকার ছেলেদের বাজে পথে নিয়ে যাচ্ছে।
অভিযুক্ত শ্রমিকলীগ নেতা রাকিব তালুকদার মারধর কথা স্বীকার করে বলেন পুকুর ঘাট বেড়া দেওয়ার জন্য বস্তা চেয়েছি। কারো কাছে টাকা চাঁদা দাবী করিনি আমার উপর ষড়যন্ত্র করা হচ্ছে।
তক্তাবুনিয়া রেজিষ্ট্রার চিকিৎসক জাকির হোসেন বলেন, তিনজনের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।