আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রামের রাংগুনিয়ার পোমরা হাজী পাড়ায় নিহত হলো ইউছুপ মিস্ত্রির ছেলে মোঃ সুজন।
আজ সোমবার (২০ জুলাই) সকালে হাজীপাড়ার একটা চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
বিশ্বস্ত সূত্র জানায়, লেবারের কাজ করত ঘাতক খুনি জাসেদ। খুনি জাসেদ আজ সকালে কাজে আসার কথা থাকলেও আজ কাজে আসেনি, কিন্তু ঘাতক দোকানে বসে আছে দেখে নিহত সুজন বকা দিয়ে একটা থাপ্পড় দিয়ে কাজে যেতে বলে।
এরপর জাশেদ থাপ্পড় খেয়ে বাড়ির দিকে চলে যায় আর সুজন চায়ের দোকানে বসে চা খাচ্ছিল।কিছুক্ষণ পর জাশেদ একটা গাছের লাটি নিয়ে এসে পিছন থেকে সুজনের ঘাড়ে আঘাত করে এতে সুজন মাটিতে পরে যায় তারপর জাশেদ ২য় আঘাত করে মাথায় আর এতেই মাথা ফেটে রক্তের বন্যায় ঘটনাস্থল লালে লাল হয়ে যায়।
আচমকা ঘটনার আকস্মিকতায় দোকানে থাকা মানুষজন হতবম্ভ হয়ে পড়ে।
সুজনকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাংগুনিয়া থানার পুলিশ এসেছে এবং পোস্টমর্টেম করার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
এস আই ইসমাঈল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খুনি জাসেদকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর।
পুলিশ দ্রুত খুনিকে গ্রেপ্তার করবেন বলে জানান।