সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহ কালিরছড়া বনবিভাগের জায়গা থেকে রাতের আধারে গর্জন গাছ পাচারকালে গাছ চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।
৬ আগষ্ট ভোররাত তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক কালিরছড়া শিয়াপাড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে সাহাব উদ্দিন বলে জানাগেছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন মাছুয়াখালী বিট কর্মকর্তা জাকের হোসেন, মুনসি আবুল কালাম ও ভিলেজার আবু তাহেরের যোগসাজশে স্থানীয় মনিরুল আলম, খুরশেদ আলম, নুরুল হুদা, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও আব্দু রশিদের নেতৃত্বে প্রায় দশ লক্ষাধিক টাকার মাদার ট্রি পাচার কালে এ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুত্রে জানা গেছে এ সিন্ডিকেট মাদার ট্রি পাচার, বনবিভাগের জায়গা দখল, পাহাড় কাটাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
অভিযুক্ত বনখেকো অনেকের বিরুদ্ধে বনমামলা রয়েছে বলেও জানাগেছে।
যা অনুসন্ধান করলে সব তথ্য বেরিয়ে আসবে।
তার ধারাবাহিকতায় প্রায় দশ লক্ষাধিক টাকার মাদার ট্রি রাতের আধারে পাচারকালে দূর্ঘটনার স্বীকার হয় নিরীহ শ্রমিক।
এদিকেনিহতের পরিবারকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিতেও বনখেকো সিন্ডিকেট দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।
পরিবেশ ও বনবিভাগের জমি রক্ষায় এ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে দুই টলি গর্জন গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।