মাহবুবুর রহমান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন ও ডাঃ মোঃ মাহবুবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে স্বাচিপ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান,হেপাটাইটিস-বি ভাইরাস স্ক্রিনিং, টিকা প্রদান ও ফ্রি ডায়ালাইসিস সেবার উদ্বোধন করা হয়।
বেলা ১২ টায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কনফারেন্স হলে স্বাচিপ নোয়াখালী জেলা ও মেডিকেল কলেজের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ এমপি।
পরে জেলার স্বাস্থ্য বিভাগ ও নোয়াখালী জেলা স্বাচিপের যৌথ আয়োজনে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএর সভাপতি ডাঃ এম এ নোমান, আমাউমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুছ ছালাম, জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি ডাঃ নুর মোহাম্মদ স্বাচিপ আমাউমেক শাখার আহ্বায়ক ডাঃ আবু নাছের,শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান বাবুল সহ আরো অনেকেই।