1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড় চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না- রফিকুল ইসলাম খান লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

বাঁশখালীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

বাঁশখালী সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৫১ বার

চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় শফিক আহমদ গং এর বিরুদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির বসত ভিটা ও জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এলাকার।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ছৈয়দ আহমদের বসতভিটার ইলশা মৌজার আর,এস ৯১৭ নম্বর খতিয়ানের আর,এস দাগ নম্বর ১৯৫১; একই দাগের বি,এস খতিয়ান নম্বর ২৬৬০, বি,এস দাগ নম্বর ১৪৫৩ এর অন্দরে ১৪ শতক জায়গার কিছু অংশ স্থানীয় প্রভাবশালী শফিক আহমদ গং গায়ের জোর খাটিয়ে তথায় একটি খামার বাড়ী নির্মাণ করে। সর্বশেষ তারা বসতবাড়ীর পুরোটাই জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনো অভিযোগও উঠে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে ও প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়ে মৃত ছৈয়দ আহমদের পুত্রদ্বয় ধর্ণা দিলেও কোন সুরাহা হয়নি।

এদিকে অভিযুক্ত মৃত ছৈয়দ আহমদের পুত্র আব্দুল কাদের জানিয়েছেন, ‘অামাদের বাবার মৃত্যুর পর আমরা দুই ভাই জীবনের তাগিদে চট্টগ্রাম শহরে চাকরি করি। চাকরির স্বার্থে খুব কমই আমাদের বসতভিটায় আসা যাওয়া হয়। এ সুযোগে স্থানীয় ভূমিদস্যু শফিক আহমদ গং উল্লেখিত আমাদের বসতভিটা সংলগ্ন পৈত্রিক জমি জোর পূর্বক দখল করে তথায় খামার বাড়ী নির্মাণ করে।
বেআইনিভাবে জায়গা দখলের কারণ জানতে চাইলে সর্বশেষ গত শুক্রবার (২৮ আগস্ট) আমার উপর দা, ছুরি নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। আমাকে তারা কিল, ঘুষি ও লাঠি দ্বারা গুরুতর জখম করে। আমার নিজ বাড়িতে যাওয়ার জন্য ব্যবহৃত সরকারী সড়কপথে কাঁটা পাঁতিয়ে পথরোধ করে। এমনকি তারা আমাকে ও আমার পরিবারকে জানে মেরে ফেলার হুমকী দেয়। আমার ব্যবহারের এন্ড্রয়েট সেট হাতিয়ে নেয় এবং সাথে থাকা আমার একজন মেহমানকে মারধর করে শ্লীলতাহানি করে। এমনকি তারা আমার মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন, আমার বাড়িতে অগ্নি সংযোগ করবে বলেও হুঁশিয়ারি দেয়। বসতভিটায় ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার মতো হুমকীও প্রদান করেন তারা।’
তিনি আরো জানান, ‘আমরা বাড়িতে ডুকতে না পেরে ঘটনাস্থল থেকে বাহারছড়া পুলিশ ফাঁড়িকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে। পরে পথের কাঁটা সরিয়ে দিয়ে বাড়িতে প্রবেশের সুযোগ করে দেয় এবং ছিনতাই করে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করে দেয়।’

বাহারছড়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক মো. বাবুল মিয়া প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছে। তার জের ধরে শুক্রবার এক পর্যায়ে কথাকাটাকাটি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জানানা, ‘বাহারছড়ার ইলশায় জোর পূর্বক জায়গা দখলের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net