1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী এক্সপ্রেসের কনসেন্ট্রেটর মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বাঁশখালী এক্সপ্রেসের কনসেন্ট্রেটর মেশিন বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬০৫ বার

এস.এম তৈয়ব, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর সামাজিক নিউজ পোর্টাল ‘বাঁশখালী এক্সপ্রেসের উদ্যোগে, বাঁশখালী এক্সপ্রেসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমেদ আবু’র অর্থায়নে বাঁশখালীর মানুষের স্বাস্থ্য সেবাকে আরো নিশ্চিৎ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেন্ট্রেটর (অক্সিজেন) মেশিন প্রদান করা হয়েছে।

গত শনিবার সকাল ১০ ঘটিকায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে কন্সেন্ট্রেশন (অক্সিজেন) মেশিন গ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কর্মকর্তা শফিউর রহমান মজুমদার, ডাক্তার আবদুর রহিম, ডাক্তার অলক দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার সওগাত উল ফেরদৌস, সহকারী সার্জন ডাক্তার আসিফুল হক, সহকারী সার্জন ডাক্তার রাশেদুল করিম সুজন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, সামাজিক পোর্টাল বাঁশখালী এক্সপ্রেস তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বাঁশখালীর মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে উপহার প্রদান করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এই উপহার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা দানে পূর্ণতা পাবে বলেও আশা করছি। এতে করে সেবা নিতে আসা রোগীরা উপকার ভোগ করবে। আশা করি, তারা এই ধরনের কর্মসূচি তাদের সাধ্য মতে অব্যাহত রাখবে।

ডাক্তার সওগাতুল ফেরদৌস বলেন, বাঁশখালী এক্সপ্রেস শুরু থেকে বাঁশখালী এক্সপ্রেস ইতিবাচক বাঁশখালী যে স্লোগানে পথ চলা শুরু করে আসছে আজকের কনসেন্ট্রেটর মেশিন বিতরণ তারই একটি অংশ বিশেষ বলে মনে করি। তারা এভাবে সমাজের কল্যাণ মূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে বাঁশখালীকে পজেটিভ বাঁশখালী বিনির্মানে ভূমিকা রাখবে বলে আশাবাদী।

ডাক্তার আসিফুল হক বলেন, শুরু থেকেই বাঁশখালী এক্সপ্রেসের কার্যক্রম পর্যবেক্ষন করে আসছি। তাদের কার্যক্রম বাঁশখালীকে প্রমোট করা। এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইতিহাস সচেতন হিসেবে তাদের কার্যক্রম মুগ্ধতা জাগানিয়া। আজকের কনসেন্ট্রেটর মেশিন বিতরণ তারই ধারাবাহিকতা বলে মনে করি। আশা করি তারা এই কাজ অব্যাহত রাখবে।

এই নিয়ে বাঁশখালী এক্সপ্রেসের সম্পাদক রহিম সৈকত বলেন, যেহেতু করোনা প্রাদুর্ভাব কখন শেষ হয় তার নিশ্চয়তা নেই, তাই আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। অক্সিজেন সল্পতার কারনে যাতে কোন রোগী কষ্ট না পায় সেই লক্ষ্যে আমাদের এগিয়ে আসা। বাঁশখালী এক্সপ্রেসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমেদ আবু জানান, ‘নিজের দেশের মানুষের পাশে দাড়ানোর সুযোগ সৌভাগ্যবানরা পায়। এইখানে (নিউইয়র্ক, আমেরিকা) মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়ার পরও করোনার ছোবলে পর্যদুস্ত। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত নিরাপদে আছি আমার জন্মভূমির মানুষদেরও নিরাপদে রাখার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টা যেন অব্যাহত রাখতে পারি সবার কাছে সেই দোয়া প্রার্থনা করছি।

বাঁশখালী টিম এক্সপ্রেসের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী এক্সপ্রেসের অপারেশন ম্যানেজার জুনায়েদ হাবীব, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বার্তা সম্পাদক রিয়াজুল হক রিফাত, প্রতিনিধি তাফহীমুল ইসলাম, আরিফুল ইসলাম তুহিন, মোহাম্মদ আবু তালেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net