1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মধুমতী নদীগর্ভে বিলিন হচ্ছে বাড়ি ঘর, ঝুঁকিতে ৫০টি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন রাজধানীতে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  আড়াই দশক ধরে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিটন, প্রবাসীর স্ত্রীর দিকেই নজর লিটনের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত

মাগুরায় মধুমতী নদীগর্ভে বিলিন হচ্ছে বাড়ি ঘর, ঝুঁকিতে ৫০টি পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৬৩ বার

মোঃসাইফুল্লাহ: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের চর-পাচুড়িয়া গ্রামে মধুমতী নদীতে বড় ধরণের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নিমিষেই সর্বস্ব কেড়ে নিচ্ছে সর্বনাশা মধুমতীর ভাঙ্গন। সরজমিনে গিয়ে দেখা গেছে এসব চিত্র।

নদী ভাঙ্গনের তিব্রতা এতটাই বেশি হয়েছে যে অন্তত ১ ঘন্টার মধ্যে ৫০ শতাংশেরও বেশি জায়গা নদী গর্ভে বিলিন হয়েছে। ভাঙ্গা অংশের মধ্যে দুইটি বাড়ি মূল্যবান ফলদ গাছপালা রয়েছে। ঝুকির মধ্যে রয়েছে আরো ৫০টির মত পরিবার। ক্ষতিগ্রস্থ বাড়ির ঘরগুলো বাঁচাতে স্থানীয় শতশত লোক একসঙ্গে ঘরগুলো ভেঙ্গে দুরে সরিয়ে নিতে সহায়তা করছেন। স্থানীয়দের সহায়তায় আরও অন্তত ৫/১০টি ঘর রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হবে বলে জানান অনেকে। বিগত বছরের তুলনায় এবছর নদী পানি অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন অনেক বেশি হবে বলে অনেকে ধারণা করছেন।

সহায় সম্বল হারানো দিন মুজুর নেপুর শেখ (৫৫) বলেন, এই নদী আমাদের সহায় সম্বল সব কেড়ে নিয়েছে শুধু ঘর দুইটা বাচাতে পেরেছি। কোথায় যাবো কোথায় থাকবো তার হিসেব জানা নেই।

ক্ষতিগ্রস্থ সামাদ শেখ (৭০) ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন নদী ভাঙ্গন সহ আগত এলাকার মানুষের দিকে।

অন্য ক্ষতি গ্রস্থ বয়বৃদ্ধ মুজিবার মোল্যা (৬৫) বলেন, “ গাংগের কুলি জন্ম আমাগের। এই গাং আমার একবার না, কয়েকবার বাড়ি ঘর ওর পেটে ঢুহোইছে, এহন তো আমি আর পারিনেরে বাপ! ঘরখান সরানুর মতন কাইদাও তো আমার নাই”। মাথা কাপাতে কাপাতে আবেগাপ্লুত হয়ে মুজিবার মোল্যা অশ্রু দুটি সিক্ত হয়ে পড়ে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন ভাঙ্গন কবলিত এলাকায় আমরা খুব দ্রুত পরিদর্শণে যাবো এবং ক্ষতিগ্রস্থদের মধ্যে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবো।

মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি বলেন, ভাঙ্গন কবলিত এলাকার সকলকে সতর্ক অবস্থায় থাকতে হবে। বিশেষ করে রাতে যদি ভাঙ্গন সৃষ্টি হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। যত দ্রুত পারি ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াবো এবং স্থায়ী সমাধানের জন্য মাগুরা-২ আসনের এমপি মহোদয়ের সাথে কথা বলে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও ব্লক দিয়ে বাধ নির্মান করা যায় কিনা সে ব্যপারে কথা বলবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net